রাঙ্গামাটিতে নৌকাডুবি: এখনো খোঁজ মেলেনি দুই ছাত্রের, চলছে তল্লাশি

মফস্বল ডেস্ক: রাঙ্গামাটির নানিয়ারচরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ২ ছাত্রের এখনও কোনো খোঁজ মেলেনি। তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনী ও ডুবুরি দল। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল থেকে ফের উদ্ধারকাজ শুরু হয়।
নিখোঁজ দুইজন হলেন, ডিলিশন চাকমা ও জিগেশ দেওয়ান। তাদের না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।
আরও পড়ুনএর আগে, গত মঙ্গলবার নানিয়ারচর জগন্নাথ মন্দিরে পূজা দেখে নৌকাযোগে ফিরছিলেন ডিলিশন চাকমা ও জিগেশ দেওয়ান। এ সময় কাপ্তাই হ্রদের শাখা চেঙ্গী নদীতে তাদের বহন করা নৌকাটি বাতাসের কবলে পড়ে। পরে ৪ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেলেও দুইজনকে নিখোঁজ থাকে।
মন্তব্য করুন