ভিডিও মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৪৯ দুপুর

ঢাবির জগন্নাথ হলে আজ থেকে শুরু শারদীয় দুর্গোৎসব

ঢাবির জগন্নাথ হলে আজ থেকে শুরু শারদীয় দুর্গোৎসব, ছবি: দৈনিক করতোয়া।

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে মহাষষ্ঠী ও দেবীবোধনের মধ্য দিয়ে আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) শুরু হচ্ছে এ বছরের শারদীয় দুর্গোৎসব।

এ উপলক্ষে জগন্নাথ হল প্রাধ্যক্ষের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রাধ্যক্ষ অধ্যাপক দেবাশীষ পাল জানান, ২৯ সেপ্টেম্বর রবিবার থেকে ১ অক্টোবর পর্যন্ত পর্যায়ক্রমে মহাসপ্তমী, মহাঅষ্টমী ও মহানবমী পূজা অনুষ্ঠিত হবে। ২ অক্টোবর বৃহস্পতিবার মহাদশমী পূজার পর সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে। তিনি বলেন, “এবারের দুর্গোৎসব বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক চেতনায় এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।”

পাঁচদিনব্যাপী নানা আয়োজন:

দুর্গোৎসব উপলক্ষে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত থাকছে পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা, রক্তদান কর্মসূচি ও বস্ত্র বিতরণসহ বিভিন্ন আয়োজন। শিশু-কিশোরদের জন্য থাকছে রাইড, খেলনা ও খাবারের স্টল। এর আগে, গত ২১ সেপ্টেম্বর মহালয়া উপলক্ষে ‘আনন্দময়ীর আগমনে’ শীর্ষক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছিল। পূজা সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে শিক্ষার্থীদের মতামতকেও গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান প্রাধ্যক্ষ।

আরও পড়ুন

কঠোর নিরাপত্তা ব্যবস্থা:
উৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশ, শাহবাগ থানা, আনসার বাহিনী, ফায়ার সার্ভিস, এনএসআই এবং বাংলাদেশ সেনাবাহিনী সার্বক্ষণিক তত্ত্বাবধান করছে।

প্রায় ২৩০টি সিসি ক্যামেরা স্থাপন, প্রবেশমুখে মেটাল ডিটেক্টর, শিশুদের জন্য দুগ্ধ কর্নার, পটকা ও আতশবাজি নিষিদ্ধকরণ, যানবাহন নিয়ন্ত্রণে স্টিকার সরবরাহ এবং অগ্নি নির্বাপন মহড়াসহ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানসহ শীর্ষ প্রশাসন সার্বক্ষণিক তত্ত্বাবধান করছেন বলে জানান প্রাধ্যক্ষ দেবাশীষ পাল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলের আনন্দে হামজার ছেলে ফ্লোরে পড়ে গিয়েছিল : হামজার বাবা

যুবদল নেতাকে গুলি করে পালানোর সময় দ্রুত রিকশা না চালানোয় চালককেও গুলি

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে হামলা-ভাঙচুর

ঢাকার নিউ মার্কেট ও ধানমন্ডিতে বিস্ফোরণের শব্দ

আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালের পথে বাংলাদেশ

সড়ক দুর্ঘটনায় এক পরিবারেরই ১৮ জন নিহত