ভিডিও মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৩৭ রাত

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান রিজভীর

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আসন্ন শারদীয় দুর্গাপূজায় দলটির নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে ভার্চুয়ালি অনুষ্ঠিত বিএনপির জেলা ও মহানগর পর্যায়ের নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

রিজভী বলেন, পূজা মণ্ডপে শান্তি বজায় রাখতে যেকোনো নাশকতা ও ষড়যন্ত্র প্রতিহত করতে হবে এবং প্রশাসনকে সতর্ক থাকতে হবে। পূজা যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়, সে ব্যাপারে হিন্দু সম্প্রদায়ের পাশে থাকতে হবে। সুযোগসন্ধানী ও দেশের ভাবমূর্তি নষ্ট করতে ইচ্ছুক ব্যক্তিরা যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এই ধর্মীয় অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি বিএনপি নেতাদেরও নৈতিক, রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব রয়েছে।

পূজা মণ্ডপে শান্তি রক্ষায় প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান রিজভী। তিনি বলেন, পূজা মণ্ডপগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য গভীর ষড়যন্ত্র চলছে। এ ব্যাপারে প্রশাসনকে সজাগ থাকতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে জি এম সিরাজের গাড়ি ভাংচুর মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

সতীর্থ ও কোচদের প্রশংসায় ভাসছেন বগুড়ার ছোল মুশফিক

বগুড়ায় দাঁড়িপাল্লায় ভোট চাইলেন জামায়াত প্রার্থী

প্রথম বাংলাদেশি হিসেবে মুশফিকের ১০০ টেস্ট

তারেক রহমান যেন মানবতার হাইকমিশনার : বগুড়ায় রুহুল কবির রিজভী | Tarique Rahman

বগুড়ার শেরপুর অটোভ্যান ছিনতাইয়ের চেষ্টা : ৩ যুবককে পুলিশে সোপর্দ