ভিডিও মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

দেশের প্রথম ক্যাশলেস ক্যাম্পাস রাবি

দেশের প্রথম ক্যাশলেস ক্যাম্পাস রাবি, ছবি সংগৃহীত

রাজশাহী প্রতিনিধি : মাস্টারকার্ড ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র যৌথ উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উদ্বোধন হলো দেশের প্রথম পূর্ণাঙ্গ ক্যাশলেস ক্যাম্পাস।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

ক্যাশলেস বাংলাদেশ প্রকল্পের মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী ও দর্শনার্থীরা এখন থেকে ক্যাম্পাসজুড়ে দ্রুত, নিরাপদ ও সহজে ডিজিটাল লেনদেন করতে পারবেন। এই উদ্যোগে ক্যাম্পাসের ক্যাফেটেরিয়া, বইয়ের দোকান থেকে শুরু করে প্রশাসনিক দপ্তর পর্যন্ত সব জায়গায় পয়েন্ট-অব-সেল (চঙঝ) মেশিন ও বাংলা কিউআর পেমেন্ট সেবা চালু করা হয়েছে। শিক্ষার্থীদের জন্য চালু করা হয়েছে এক্সক্লুসিভ ডেবিট কার্ড, যা তাদের দৈনন্দিন আর্থিক কার্যক্রম আরও সহজ করবে।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ম্যানেজিং ডাইরেক্টর ওমর ফারুক খান বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়কে দেশের প্রথম ক্যাশলেস ক্যাম্পাসে রূপান্তরিত করতে মাস্টারকার্ডের সাথে অংশীদার হতে পেরে আমরা গর্বিত। এই উদ্যোগ আর্থিক অন্তর্ভুক্তি বাড়াবে এবং শিক্ষার্থী-শিক্ষকদের জন্য নিরাপদ ও নির্বিঘ্ন লেনদেন নিশ্চিত করবে।

আরও পড়ুন

মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, এ উদ্যোগ শিক্ষার্থী-শিক্ষকদের জন্য উপকারী হবে এবং শিক্ষা খাতে ডিজিটাল রূপান্তরের অগ্রদূত হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেবে।

প্রফেসর মঈনুদ্দিন খান বলেন, ক্যাশলেস সিস্টেম অত্যন্ত উপকারী। সুশাসন (এড়ড়ফ এড়াবৎহধহপব) নিশ্চিত করে যদি ক্যাশলেস ব্যবস্থার যথাযথ ব্যবহার করা যায়, তাহলে এটি সমাজের জন্য বহুবিধ উপকার বয়ে আনবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজা ইস্যুতে মুসলিম বিশ্বের নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

পাকুন্দিয়ায় প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মোবাইলফোন ব্যবহার নিষিদ্ধ

ভারত ম্যাচ আলাদা করে দেখছে না বাংলাদেশ

তারকা দম্পতি অনন্ত জলিল-বর্ষাসহ পাঁচজনের নামে মামলা

বিমানের ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে আফগানিস্তান থেকে ভারতে কিশোর

ছয় বছর পর সিএবি’র সভাপতি হয়ে ফিরলেন সৌরভ গাঙ্গুলী