ভিডিও মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫৯ দুপুর

ইসরাইলের রামন বিমানবন্দর ও সামরিক স্থাপনায় হামলা

ইসরাইলের রামন বিমানবন্দর ও সামরিক স্থাপনায় হামলা, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের রামন বিমানবন্দর এবং নেগেভের একটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। হুথি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, চারটি ড্রোন দিয়ে ইসরাইলের অভ্যন্তরে নির্দিষ্ট লক্ষ্যস্তুতে হামলা চালানো হয়েছে। খবর বার্তা সংস্থা মেহেরের।

হুথি বিদ্রোহীরা জোর দিয়ে বলেছে, ইসরাইলি আগ্রাসন কখনোই তাদের দৃঢ় সংকল্পকে দুর্বল করতে পারবে না কিংবা ফিলিস্তিনের প্রতি সমর্থন বন্ধ করতে পারবে না।তিনি বলেন, তিনটি ড্রোন রামন বিমানবন্দরে আঘাত করেছে আর চতুর্থ ড্রোনটি নেগেভ অঞ্চলের একটি সামরিক স্থাপনায় আঘাত করেছে। তার দাবি, সবগুলো ড্রোন সফলভাবে তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়।

আরও পড়ুন

সারি বলেন, ইয়েমেন তার ধর্মীয়, নৈতিক এবং মানবিক দায়িত্ব পালন করছে এবং সাহসের সাথে ফিলিস্তিনি জনগণকে রক্ষা করবে। তিনি জানান, ইসরাইলের বিরুদ্ধে ইয়েমেনের অবস্থানকে দুর্বল করার সকল প্রচেষ্টা ব্যর্থ হবে, ঠিক যেমনটি অতীতেও হয়েছে।

গত কয়েক মাস ধরে, ইয়েমেন গাজার সঙ্গে সংহতি প্রকাশ করে ইসরাইলে হামলা চালিয়ে আসছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের বিপক্ষে কাঙ্ক্ষিত জয় তুলে নিলো বাংলাদেশ

বগুড়ার ধুনটে প্রতারক দম্পতির খপ্পরে অটোভ্যান খোয়ালেন চালক

রংপুর বিভাগে বেড়েছে ভোটার ভোটকেন্দ্র ও ভোটকক্ষের সংখ্যা

দিল্লি গেলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর

কনা-লিজার নতুন গানে মুগ্ধ শ্রোতা

সাবেক অতি. ডিআইজি হামিদুল ও তার স্ত্রী লিপি’র সম্পত্তি ক্রোক, রিসিভার নিয়োগ