ভিডিও বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১০ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৫ দুপুর

বলিভিয়ার মাঠে হারল ব্রাজিল

বলিভিয়ার মাঠে হারল ব্রাজিল, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: চ্যালেঞ্জের আরেক নাম বলিভিয়া। ম্যাচ এই দেশটিতে হলে প্রতিপক্ষের কষ্টের যেন শেষ থাকে না। সমুদ্র পৃষ্ঠ থেকে উঁচু এই দেশে খেলতে গেলে ভয় কাজ করে সবার মধ্যে। নাজেহাল হয়েই ফিরতে হয় সবাইকে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৪ হাজার ১৫০ মিটার উঁচুতে খেলা, আতঙ্ক কাজ করবেই। এটাই তো স্বাভাবিক। তবে এসব কিছু একপাশে সরিয়ে রেখে বলিভিয়ার মাঠ এল আলতো স্টেডিয়ামে আতিথ্য নিয়েছিল ব্রাজিল। তবে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে নাস্তানাবুদ হতে হয়নি সেলেসাওদের। কিন্তু বলিভিয়ার কাছে ১-০ গোলের হারের তেতো স্বাদ হজম করে ফিরেছেন কোচ কার্লো আনচেলত্তির শিষ্যরা। এদিকে লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে ইকুয়েডরের মাঠে ১-০ গোলে হেরেছে লিওনেল মেসিবিহীন আর্জেন্টিনাও।ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপ খেলার সম্ভাবনা জিইয়ে রাখল বলিভিয়া। এ জয়ে ইন্টার-কনফেডারেশন প্লে-অফে খেলার টিকিট পেয়েছে তারা। তাই তো ম্যাচ শেষে বাঁধ ভাঙা খুশির জোয়ারে ভেসে যাচ্ছিলেন দলটির ফুটবলাররা। প্লে-অফে জিততে পারলে বলিভিয়া খেলতে পারবে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে।

শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বলিভিয়া। তাতে চাপে পড়ে যায় ব্রাজিল। আগের ম্যাচে চিলির বিপক্ষে খেলা একাদশ থেকে কয়েকজন ফুটবলারকে বিশ্রামে রেখেছিলেন কোচ আনচেলত্তি। তাতে খেলার ছন্দটা হারিয়ে ফেলে ব্রাজিল। তারওপর যোগ হয় উচ্চতাজনিত অস্বস্তি। অক্সিজেনের স্বল্পতায় মাঠের লড়াইয়ে চেনারূপে ফিরতে পারেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

আরও পড়ুন

আক্রমণের পর আক্রমণ শাণিয়ে প্রথমার্ধের ইনজুরি টাইমে বলিভিয়া আদায় করে নেয় পেনাল্টি। বক্সের ভেতর বলিভিয়ার আর. ফার্নান্দেজকে ব্রাজিলের ব্রুনো গিমারেস বাজেভাবে ট্যাকল করলে পেনাল্টি পেয়ে যায় স্বাগতিকরা। রেফারি শুরুতে পেনাল্টি দেননি। ভিএআর যাচাইয়ের পর সিদ্ধান্ত বদলে পেনাল্টির বাঁশি বাজান। সুযোগ পেয়ে নির্ভুল নিশানায় লক্ষ্যভেদ করেন মিডফিল্ডার মিগুয়েল তেরকোরেস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় খোকন হত্যা মামলায় তদন্তেপ্রাপ্ত আসামি ইমরান গ্রেফতার, বার্মিজ চাকু উদ্ধার

জয়-মুমিনুলের ব্যাটে বাংলাদেশের দাপুটে দিন

যুক্তরাষ্ট্রে বাউল সম্রাট স্মরণে অনুষ্ঠানের উপস্থাপনায় শান্তা জাহান

রেলপথ ও স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ

মাদারীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপের মৃত্যু