ভিডিও বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

প্রকাশ : ৩০ আগস্ট, ২০২৫, ০৫:৪৩ বিকাল

আপনি সুস্থ হন, এবারের ইন্টারভিউ হবে ভয়াবহ : জয়

আপনি সুস্থ হন, এবারের ইন্টারভিউ হবে ভয়াবহ : জয়

ছোট ও বড় পর্দার জনপ্রিয় মুখ শাহরিয়ার নাজিম জয় শুধু অভিনয়েই নয়, খোলামেলা বক্তব্যের জন্যও পরিচিত। নানান ইস্যুতে প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকতে দেখা যায় তাকে। নিজের ভাবনাগুলো অকপটে প্রকাশ করেন এই অভিনেতা। এবার ভিপি নুরকে নিয়ে ফেবুকে একটি পোস্ট দিয়েছ্রন তিনি।

আজ শনিবার (৩০ আগস্ট) পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, “ভিপি নুর ভাইয়ের ইন্টারভিউ নেয়ার কথা ছিল আউটডোরে। টানা বৃষ্টির কারণে তা ক্যানসেল হয়ে যায়। আপনি সুস্থ হন। এবারের ইন্টারভিউ হবে ইন্টারভিউ ।

জয়ের এই পোস্ট ঘিরে নেটিজেনদের ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ লিখেছেন, মানুষের মনুষ্যত্বের বড় অভাব। আবার কারও মন্তব্য, “ভয়াবহ শব্দটাই ভয়াবহ।” আরেকজন টিটকারি ছুড়ে দিয়েছেন, হাসপাতাল থেকে লাইভ করেন।

আরও পড়ুন

এর আগে গতকাল শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় গুরুতর আহত হন ভিপি নুর। তার মুখমণ্ডল ও বুক রক্তাক্ত হয়। সেখান থেকে দলীয় নেতাকর্মীরা দ্রুত হাসপাতালে নেন তাকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, নুরকে রক্তাক্ত অবস্থায় স্ট্রেচারে করে নেওয়া হচ্ছে। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন। তবে তার জ্ঞান ফিরে এসেছে বলে নিশ্চিত করেছে তার অফিসিয়াল ফেসবুক পেজ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামীর যুদ্ধক্ষেত্র হবে মহাকাশ : ম্যাক্রোঁ

যশোরে থেমে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন

হামজা-শামিতের বাংলাদেশের সামনে আজ নেপাল

পেরুতে বাস খাদে পড়ে নিহত ৩৭

ধানমন্ডির ৩২ নম্বর এলাকা থেকে কিশোর ও যুবক আটক

শেখ হাসিনা-কামাল খালাস পাবেন বলে বিশ্বাস করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী