ভিডিও মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

প্রকাশ : ১৯ জানুয়ারী, ২০২৬, ১১:৩৩ রাত

রাকসু জিএস’র চিকিৎসার জন্য উপাচার্যকে ছাত্রদলের ২৪ ঘণ্টার আলটিমেটাম

রাকসু জিএস’র চিকিৎসার জন্য উপাচার্যকে ছাত্রদলের ২৪ ঘণ্টার আলটিমেটাম। ছবি : দৈনিক করতোয়া

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ২৪ ঘণ্টা সময় দিয়ে বলতে চাই, আপনারা দ্রুত এই (আম্মার) উন্মাদের চিকিৎসা নিশ্চিত করুন। যদি ২৪ ঘণ্টার মধ্যে তার কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে ধরে নেব এই উপাচার্যের নির্দেশেই সে তারেক রহমানের ব্যানার ছিঁড়েছে।

আজ সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে রাবি শাখা ছাত্রদলের উদ্যোগে আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। ছাত্রদল সভাপতি আরও বলেন, ৫ আগস্টের অভ্যুত্থানের পর এক ওহীর মাধ্যমে এক জামায়াতপন্থী শিক্ষক উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেছেন।

এই জামায়াতপন্থী উপাচার্যের পুত্র খ্যাত সালাহউদ্দিন আম্মার বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ধারণ করে। এই রকম মুনাফিক ছাত্রনেতা যখন ছাত্রসংসদের জিএস নির্বাচিত হয়, তখন তা বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য দুর্ভাগ্যজনক ও দুঃখজনক। যখন আমরা জাতীয় নির্বাচন নিয়ে ব্যস্ত, তখন সাংবাদিকদের মাধ্যমে জানতে পারলাম কথিত জিএস সন্ত্রাসী কায়দায় আমাদের দেশনেতার ব্যানার ছিঁড়ে ফেলেছে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, কুত্তা পেটাতে হেডম লাগে না, টোকাই পেটাতে হেডম লাগে না। একটি দায়িত্বশীল দলের ছাত্রনেতা হিসেবে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা ধৈর্য ধারণ করে আছি। কিন্তু যদি ধৈর্যের বাঁধ ভেঙে যায়, তাহলে কারো পিঠের চামড়া থাকবে না।

মানববন্ধনে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ নেছার উদ্দীন তালুকদার। মানববন্ধন শেষে নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন। এসময় শাখা ছাত্রদলের বিভিন্ন ইউনিট ও হল শাখার দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মুস্তাফিজ

ভোট সুষ্ঠু না হলে দায় প্রধান উপদেষ্টার ওপরও আসবে: নাহিদ ইসলাম

বাংলাদেশে ২ কোটির বেশি ভিডিও সরাল টিকটক

পোস্টাল ব্যালটে ভোট দেওয়া যাবে ২১ জানুয়ারির পর

শান্তিতে নোবেল না পাওয়ায় , শান্তি নিয়ে ভাবতে চান না ট্রাম্প

বাংলাদেশের জন্য বিশ্বকাপ বয়কট করবে না পাকিস্তান