সিরাজগঞ্জের শাহজাদপুরে কৃষি জমির মাটি কাটায় ৫ লাখ টাকা জরিমানা
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে অবৈধভাবে কৃষি জমি থেকে এক্সকেভেটর দিয়ে কৃষি জমির মাটি কাটার অভিযোগে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মুশফিকুর রহমান।
ভ্রাম্যমাণ আদালতে সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গাড়াদহ ইউনিয়নের মশিপুর ঈদগাঁহের পাশে অভিযান পরিচলনা করে এক্সকেভেটর মেশিন জব্দ করে।
পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) মো. মুশফিকুর রহমান কৃষি জমির মাটি কাটার অপরাধে গাড়াদহ ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলামের ইটভাটার ম্যানেজার শাহ আলমকে ৫ লাখ টাকা জরিমানা আদায়সহ মুচলেকা নেওয়া হয়।
আরও পড়ুনএদিকে সহকারী কমিশনার (ভূমি) মো. মুশফিকুর রহমান জানান, ভবিষ্যতে কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন






_medium_1768830412.jpg)