বগুড়ার শেরপুরে সেচ পাম্পের দুটি ট্রান্সফরমার চুরি
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের পালাশন গ্রামে গভীর রাতে সেচ পাম্পের (মোটর) দুটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দিবাগত রাতে ওই গ্রামের কৃষক রফিকুল ইসলাম অপুর সেচ পাম্প থেকে ট্রান্সফরমার দুটি চুরি হয়।
রফিকুল ইসলাম অপু জানান, প্রতিদিনের মতো কাজ শেষে গতকাল শনিবার রাতে তিনি সেচ পাম্প বন্ধ করে বাড়ি চলে যান। আজ রোববার ১১ জানুয়ারি) সকালে পাম্পের ঘরে গিয়ে দেখতে পান বৈদ্যুতিক পোলে থাকা ট্রান্সফরমার দুটি নেই।
রাতের কোন এক সময় সংঘবদ্ধ চোর চক্র সুকৌশলে ট্রান্সফরমার দুটি পোল থেকে নেমে এনে ভেতরের মূল্যবান তামা ও অন্যান্য সরঞ্জাম বের করে নিয়ে গেছে। হঠাৎ এই চুরির ফলে ওই এলাকার কৃষি জমিতে সেচ কাজ ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
আরও পড়ুনস্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় ইদানিং চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। ট্রান্সফরমার চুরির ফলে শুধু আর্থিক ক্ষতিই নয়, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় পুরো এলাকার সেচ ব্যবস্থা স্থবির হয়ে পড়ে। এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ ইব্রাহিম আলী বলেন, মৌখিক অভিযোগ পেয়েছি। চুরিকৃত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন








