প্রকাশ : ১১ জানুয়ারী, ২০২৬, ০৮:০৯ রাত
প্রধান বিচারপতির সঙ্গে ইইউর নির্বাচন পর্যবেক্ষণ প্রধানের সাক্ষাৎ সোমবার
প্রধান বিচারপতির সঙ্গে ইইউর নির্বাচন পর্যবেক্ষণ প্রধানের সাক্ষাৎ সোমবার
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সঙ্গে সোমবার (১২ জানুয়ারি) সাক্ষাৎ করবেন ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইয়ার ইয়াবস।
আজ রোববার (১১ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলন এ কথা জানান ইইউর নির্বাচন পর্যবেক্ষণ প্রধান।
ইয়ার ইয়াবস বলেন, আগামীকাল (সোমবার) সকালে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় আছি। তার সঙ্গে আমার সাক্ষাৎ হবে।
গত বৃহস্পতিবার ঢাকায় আসেন ইইউর নির্বাচন পর্যবেক্ষণ প্রধান ইয়ার ইয়াবস। এরইমধ্যে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। এছাড়া, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





