বগুড়ায় নেশাজাতীয় এ্যাম্পল রাখার দায়ে দুইজনের জেল
কোর্ট রিপোটার : নেশাজাতীয় ১৩০ পিচ বুফেনর এ্যাম্পলসহ গ্রেফতারকৃত অভিযুক্ত দুই আসামিকে মেয়াদি কারাদন্ড ও জরিমানার আদেশ দেওয়া হয়েছে। বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত নং-৩ এর বিচারক মো. হাবিবুর রহমান আজ রোববার ১১ জানুয়ারি) এই মামলার রায় দেন।
মামলার রায়ে, ৭০ পিচ বুফেনর এ্যাম্পলসহ গ্রেফতারকৃত বগুড়ার শিবগঞ্জ উপজেলার মচাইলের মৃত জালাল উদ্দিনের ছেলে শফিকুল ইসলামকে দুই বছরের সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের কারাদন্ড এবং সোনাপুরের নছির উদ্দিনের ছেলে ৬০ পিচ বুফেনর এ্যাম্পলসহ গ্রেফতারকৃত ইদ্রিস আলীকে এক বছর ১০ মাসের সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের কারাদন্ডাদেশ দেওয়া হয়।
উল্লেখ্য, শিবগঞ্জ থানার তৎকালীন এসআই জাহিদ হোসেন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ডিউটি করাকালে বিগত ২০১৬ সালের ২৭ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে শিবগঞ্জ উপজেলার বিহার হাটের পাকা রাস্তা থেকে ওই দুই আসামিকে গ্রেফতার এবং ১৩০ পিচ বুফেনর এ্যাম্পল জব্দ করে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।
আরও পড়ুনমামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি এড. এজেএম সামছুদ্দিন স্বপন এবং আসামি পক্ষে এড. ইয়াছিন আলী।
মন্তব্য করুন



_medium_1768132975.jpg)




