ভিডিও শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৯ জানুয়ারী, ২০২৬, ০৮:২৯ রাত

বর্তমানে বাংলাদেশে কোনো রাজাকার নেই : মেজর আখতারুজ্জামান

বর্তমানে বাংলাদেশে কোনো রাজাকার নেই : মেজর আখতারুজ্জামান। ছবি : দৈনিক করতোয়া

নাটোর প্রতিনিধি : জামায়াতে ইসলামীতে সদ্য যোগদানকারী বিএনপির বহিষ্কৃত নেতা ও মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান বলেছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।

পূর্বপুরুষদের কৃতকর্মের জন্য পরবর্তী প্রজন্মকে দায়ী করা যায় না। এ কথা ধর্মগ্রন্থেও উল্লেখ রয়েছে। সুতরাং জামায়াতের বিরুদ্ধে যেসব অপপ্রচার করা হচ্ছে, তার প্রতিবাদ করতে হবে। বলতে হবে বর্তমানে বাংলাদেশে কোনো রাজাকার নেই।

গতকাল বৃহস্পতিবার বিকেলে নাটোর সদর উপজেলার বড় হরিশপুর এলাকায় জামায়াতে ইসলামীর কার্যালয়ে অনুষ্ঠিত রোকন সমাবেশে তিনি একথা বলেন। জেলা জামায়াতে ইসলামীর আমির ড. মীর নুরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে মেজর আখতারুজ্জামান বলেন, আমাদের যুদ্ধ জামায়াতের বিরুদ্ধে ছিল না, আমাদের যুদ্ধ ছিল পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে।

তখন ২৯ হাজার রাজাকার, আল-বদর ও আল-শামস ছিল, তাদের পাকিস্তানে নিয়ে গেছে। কিন্তু জামায়াতের কাউকে নিয়ে যায়নি। জামায়াতে ইসলামীতে কেউ মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা বিরোধী ছিল না। তাই জামায়াতকে যুদ্ধাপরাধী বললে প্রতিবাদ করতে হবে। বলতে হবে আমরা কেউ স্বাধীনতা বিরোধী নই।

আরও পড়ুন

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশও মুক্তিযুদ্ধকে স্বীকার করেছে। জামায়াতের মধ্যে এখন কেউ ৭১ বিরোধী নেই। যারা আছেন তারা সবাই মুক্তিযুদ্ধের পরে জন্মগ্রহণ করেছেন এবং জন্মগতভাবে সবাই বাংলাদেশি। কাজেই ভারত, রাশিয়া, চীন, আমেরিকাসহ যারাই বাংলাদেশের সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধ বিরোধী কথা বলবে, আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবো।

এসময় উপস্থিত ছিলেন- নাটোর-২ সদর আসনের জামায়াত মনোনীত প্রার্থী জেলা নায়েবে আমির অধ্যাপক ইউনুস আলী, জেলা জামায়াতের সেক্রেটারি সাদেকুর রহমান, সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল প্রমুখ।  অনুষ্ঠানে নারীসহ ১১৭ জন রুকন শপথ গ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্তমানে বাংলাদেশে কোনো রাজাকার নেই : মেজর আখতারুজ্জামান

পাবনার বেড়ার ঐতিহ্যবাহী সবজি খিচুড়ি উৎসবের একযুগ পূর্তি

বগুড়ায় নয়া মাদক এসকাফসহ কারবারি গ্রেফতার

পাবনার দুই আসনে ভোট স্থগিত হওয়ার খবর ঠিক নয়: ইসি

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজ চা বিক্রেতার মরদেহ উদ্ধার

মাঘ মাসের আগেই রাজশাহী ও রংপুর বিভাগের সব জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ