১১ জানুয়ারি বগুড়াসহ ৪ দিনের উত্তরাঞ্চল সফরে আসছেন তারেক রহমান
স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৪ দিনের সফরে উত্তরাঞ্চলে আসছেন। তিনি আগামী ১১ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা সফর করবেন। বিএনপির চেয়ারপার্সনের কার্যালয় থেকে দেওয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সফর সূচি অনুযায়ী জানা গেছে, আগামী ১১ জানুয়ারি তিনি ঢাকা থেকে উত্তরাঞ্চলের উদ্যেশে রওনা দিবেন।
সম্ভাব্য সময়সূচি অনুযায়ী জানা গেছে তিনি ঢাকা থেকে সকাল ৯টা থেকে ১০ টার মধ্যে রওনা দিবেন। টাঙ্গাইলে দুপুর ১টায়, সিরাজগঞ্জে বিকেল ৩টায়, ওই দিন রাত ৮ টায় তার বগুড়ায় পৌছার কথা এবং তিনি বগুড়ায় রাত্রী যাপন করবেন। ১২ জানুয়ারি সকাল সাড়ে ১০ টায় বগুড়ার সেন্ট্রাল স্কুল মাঠে (ঈদ গাঁ) বিএনপির প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে আয়োজিত গণ দোয়া মাহফিলে যোগ দিবেন। বগুড়া থেকে তিনি রংপুরের পীরগঞ্জে যাবেন।
পীরগঞ্জে বেলা ২ টায় তার পৌছার কথা। পীরগঞ্জ থেকে তিনি রাত ৯টায় দিনাজপুর যাবেন। দিনাজপুর থেকে রাত ১১ টায় ঠাকুরগাঁও যাবেন এবং রাত্রী যাপন করবেন। ১৩ জানুয়ারি সকাল ১০ টায় ঠাকুরগাঁও, দুপুর ১টা ৩০ মিনিটে পঞ্চগড়, সেখান থেকে বিকেল ৪ টায় নীলফামারী, সন্ধ্যা ৭টায় লালমনিরহাট যাবেন।
আরও পড়ুনরাত ১১ টায় তিনি রংপুর ফিরে রাত্রী যাপন করবেন। ১৪ জানুয়ারি সকাল ১০ টায় রংপুরে তার নির্ধারিত অনুষ্ঠান শেষে বগুড়ার উদ্যেশে রওনা দিবেন এবং দুপুর ১ টায় তার বগুড়ার গাবতলীতে পৌছার কথা। গাবতলীতে নির্ধরিত কর্মসূচি শেষে তিনি ঢাকার উদ্যেশে রওনা দিবেন।
মন্তব্য করুন






