শীতের সকালে নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন, আটক ৫
রাজধানীর গুলশানে তীব্র শীতের মধ্যে এক নারীকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে গায়ে পানি ঢেলে নির্যাতনের ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ।
রোববার (৪ জানুয়ারি) সিসিটিভি ফুটেজ দেখে তাদের আটক করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের এই কর্মকর্তা বলেন, 'আমরা স্বপ্রণোদিত হয়ে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ৫ জনকে আটক করেছি। তবে তাদের মধ্যে তিনজন অপ্রাপ্তবয়স্ক রয়েছেন।'
আটককৃতদের পরবর্তী আইনি প্রক্রিয়ার বিষয়ে ওসি জানান, আটককৃতদের বিষয়ে ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুনতদন্ত ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে গুলশান নর্দা এলাকার মারকাজুত তা'লীম আল ইসলামী মাদ্রাসার সামনে এই ঘটনা ঘটে। কয়েকজন ব্যক্তি ওই নারীকে খুঁটির সঙ্গে বেঁধে গায়ে পানি ঢেলে নির্যাতন করেন। নির্যাতনের সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।
নির্যাতিত নারীর পরিচয় সম্পর্কে ওসি মোহাম্মদ রাকিবুল হাসান বলেন, 'ওই নারী ভবঘুরে। তিনি ওইদিন সকালে ওই মাদ্রাসায় ঢুকেছিলেন বলে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। পরে তারা তাকে চুরির অভিযোগে আটক করে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে গায়ে পানি ঢেলে দেয়।'
পুলিশ জানিয়েছে, আটককৃত ৫ জনই ওই মাদ্রাসার শিক্ষার্থী।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1767597641.jpg)






