ভিডিও সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৪ জানুয়ারী, ২০২৬, ০৭:৫৩ বিকাল

কাঁঠালপাতা বিক্রি করে মাসে আয় ৩০ হাজার টাকা

কাঁঠালপাতা বিক্রি করে ছকমলের মাসে আয় ৩০ হাজার টাকা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : চাষাবাদ বাড়ায় এখন ফাঁকা নেই মাঠ। ফলে ছাগল পালনে এখন অনেকটায় উঠান নির্ভর হয়ে পড়েছে। যার কারণে ঘাসের পরিবর্তে কাঁঠালপাতা চাহিদা বেড়ে গেছে। অনেকেই এ পাতা বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন স্বাচ্ছন্দ্যে। তেমনি একজন দিনাজপুরের ঘোড়াঘাট পৌরশহরের সাহেবগঞ্জ এলাকার ছকমল হোসেন (৫৫)।

পৌরশহরের আজাদমোড় এলাকায় ছকমল হোসেন জানায়, তার দুই বন্ধু সাহাদুল, মেহেদুলকে সাথে নিয়ে দীর্ঘ ৮ বছর ধরে কাঁঠাল পাতা বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। ভিন্ন ভিন্ন এলাকায় গিয়ে দুই বন্ধু কাঁঠাল গাছ কিনেন আর তিনি ওই গাছের পাতা ভ্যানে করে নিয়ে গিয়ে পৌরশহরের বাজারে বাজারে গিয়ে বিক্রি করেন। শুরুর দিকে সামান্য আয় হলেও এখন তা বেড়ে গিয়েছে। এখন প্রতিদিন ১ হাজার থেকে ১ হাজার ২শ’ টাকা আয় হয় তাদের।

ছকমল আরও জানায়, প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত দুই ভ্যান কাঁঠালের পাতা বিক্রি হয়। এক একটি ভ্যানে ২১০ আঁটি করে নিয়ে আসি। প্রতি আঁটি ২০ থেকে ২৫ টাকা দরে বিক্রি করি। নির্ধারিত ক্রেতা রয়েছে যারা প্রতিদিন এসে পাতা কিনে নিয়ে যায়। এতে দৈনিক ১ হাজার থেকে ১ হাজার ২শ’ টাকা আয় হয়।

আরও পড়ুন

ক্রেতারা জানায়, আগের মতো মাঠ ফাঁকা নেই। এখন সারা বছর ঘাসের সংকট। তাই ছাগলকে ভুসির পাশাপাশি কাঁঠালপাতা খাওয়ান তারা। আগে ভাত খাওয়াতেন, এখন চালের দাম বাড়ায় কাঁঠালপাতা ও ভুসি খাওয়ান। এভাবে প্রায় ১শ’ থেকে ১৫০ জন ক্রেতা রয়েছেন যারা সবাই প্রতিদিন কাঁঠালপাতা কিনে ছাগলকে খাওয়ান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব ধরনের ক্রিকেটকে বিদায় বললেন শফিউল

মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর ‘এমটিবি টাউন হল ২০২৬’ অনুষ্ঠিত

গার্সিয়ার হ্যাটট্রিকে প্রতিপক্ষের জালে রিয়ালের গোলউৎসব

১২৩ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

সাকিবের লড়াইয়ের পরও শিরোপা হাতছাড়া এমআই এমিরেটসের

আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ