ভিডিও সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৪ জানুয়ারী, ২০২৬, ০৭:৩২ বিকাল

ফেনীর সব স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ফেনীর সব স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি সংসদীয় আসনে দায়েরকৃত ৩৫টি মনোনয়নপত্র যাচাই-বাছাই করে  সব স্বতন্ত্র প্রার্থীসহ ১২টি মনোনয়নপত্র বাতিল ও একটি মনোনয়ন স্থগিত করেছেন রিটার্নিং কর্মকর্তা। 

রোববার (৪ জানুয়ারি) সকালে ফেনী জেলা রিটার্নিং  কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হকের কার্যালয়ে যাচাই-বাছাই কার্যক্রম শেষে এ ফলাফল ঘোষণা করা হয়। 

এতে ফেনী-১ আসনে ১০ প্রার্থীর মাঝে একজনের স্থগিত, তিনজনের বাতিল ও ছয়জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। একইভাবে ফেনী-২ আসনের ১৪টি মনোনয়নপত্র যাচাই বাছাই করে পাঁচটি মনোনয়নপত্র বাতিল ও নয়টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

ফেনী-৩ আসনে ১১টি মনোনয়নের মাঝে চারটি বাতিল ও সাতটি বৈধ ঘোষিত হয়। 

মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম বিশ্লেষণ করে দেখা যায়, ফেনীর তিনটি সংসদীয় আসনে ছয়জন প্রার্থী স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র দায়ের করেন।

আরও পড়ুন

যাচাই-বাছাই শেষে তাদের সবার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। তন্মধ্যে ফেনী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন ভূঁইয়া, ফেনী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব নবী ভূঁইয়া মো. ইসমাইল ও এসএম হুমায়ুন কবির পাটোয়ারী, ফেনী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী খালেদ মাহমুদের দায়েরকৃত মনোনয়নপত্রে ১ শতাংশ ভোটারের স্বাক্ষর কম হওয়া এবং যথাযথ না হওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এছাড়া ফেনী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহবুবুল হক রিপনের ১ শতাংশ ভোটারের সমস্যা ও ঠিকাদারি প্রকল্প চলমান থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়। 

 

সুশাসনের জন্য নাগরিক-সুজনের ফেনীর সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে মোট ভোটারের এক পার্সেন্ট ভোটারের স্বাক্ষর মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হয়। এটি অত্যন্ত দুরুহ এবং কষ্টকর বিষয়। ফেনীর তিনটি সংসদীয় আসনের সব স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের খবরটি আসলেই দুঃখজনক বিষয়।

প্রার্থী হওয়ার ক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থীদের আরও বেশি সতর্ক হওয়া দরকার। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

নওগাঁর পোরশা উপজেলার ২০.০০ (বিশ) একর পর্যন্ত সরকারি বদ্ধ জলমহাল অনলাইনে ইজারার আবেদনপত্র আহ্বানের বিজ্ঞপ্তি

যুক্তরাষ্ট্রের আদালতে তোলা হচ্ছে মাদুরোকে

ঢাবি ছাত্রশিবিরের সভাপতি মহিউদ্দিন, সেক্রেটারি আশিক

সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

ভেনেজুয়েলা ‘কথা না শুনলে’ ফের হামলা : ট্রাম্প