ভিডিও সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৪ জানুয়ারী, ২০২৬, ০২:৫০ দুপুর

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ৩

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ৩, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ লেবাননে একটি গাড়িকে লক্ষ্য করে চালানো ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। ঘটনাটি চলমান যুদ্ধবিরতি চুক্তির আরেকটি লঙ্ঘন বলে জানিয়েছে লেবাননের গণমাধ্যম।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানায়, সিদোন জেলার আকতনিত-কুনেইত্রা সড়কে একটি গাড়িতে এ হামলা চালানো হয়। হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দক্ষিণ লেবাননে উত্তেজনা ক্রমেই বাড়ছে। ইসরায়েলি সেনাবাহিনী প্রায় প্রতিদিনই লেবাননের ভেতরে বিমান হামলা জোরদার করেছে। ইসরায়েলের দাবি, এসব হামলায় হিজবুল্লাহর সদস্য ও অবকাঠামো লক্ষ্যবস্তু করা হচ্ছে। গাজায় চলমান যুদ্ধের প্রেক্ষাপটে এক বছরের বেশি সময় ধরে সীমান্তে সংঘর্ষের পর ২০২৪ সালের নভেম্বর মাসে ইসরায়েল ও লেবানন একটি যুদ্ধবিরতিতে পৌঁছায়। ওই সংঘাতে চার হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় ১৭ হাজার মানুষ আহত হন।

আরও পড়ুন

চুক্তি অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারির মধ্যে ইসরায়েলি বাহিনীর দক্ষিণ লেবানন থেকে সম্পূর্ণভাবে সরে যাওয়ার কথা থাকলেও তারা এখনো আংশিকভাবে অবস্থান করছে। সীমান্ত এলাকায় পাঁচটি সামরিক চৌকিতে ইসরায়েলি সেনাদের উপস্থিতি বজায় রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজের জন্য বাস দিচ্ছেন তারেক রহমান

সব ধরনের ক্রিকেটকে বিদায় বললেন শফিউল

মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর ‘এমটিবি টাউন হল ২০২৬’ অনুষ্ঠিত

গার্সিয়ার হ্যাটট্রিকে প্রতিপক্ষের জালে রিয়ালের গোলউৎসব

১২৩ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

সাকিবের লড়াইয়ের পরও শিরোপা হাতছাড়া এমআই এমিরেটসের