ভিডিও বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২

প্রকাশ : ২৪ ডিসেম্বর, ২০২৫, ০১:৫২ দুপুর

বিপিএলে একই দলের হয়ে খেলবেন বাবা-ছেলে

বিপিএলে একই দলের হয়ে খেলবেন বাবা-ছেলে, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : সম্প্রতি আফগানিস্তানের শপাগিজা ক্রিকেট লিগের ফাইনালে বাবা ও ছেলেকে পরস্পরের মুখোমুখি হতে দেখা গেছে। গত জুলাইতে অনুষ্ঠিত ম্যাচে অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী ছিলেন আইনাক নাইটসে। তার ছেলে হাসান ইশাখিল খেলেন আমো শার্কসের হয়ে। বাবার দলের বিপক্ষে ৮ উইকেটে জিতে চ্যাম্পিয়ন হয়েছিল ইশাখিলের শার্কস।

১৯ বছর বয়সী ওপেনার হাসান ২০২৪ সালে আফগানিস্তানের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছেন। পরবর্তীতে ওয়ানডে ফরম্যাট থেকে এখনও অবসর নেননি মোহাম্মদ নবি। ছেলে সাথে খেলার তার যে ইচ্ছে সেই লক্ষ্য কিছুটা পূরণ হতে পারে নবীর। কারণ নবি ও তার ছেলেকে স্কোয়াডে নিয়েছে বিপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস। 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অফিশিয়াল ফেসবুকে পেইজে দেয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। প্রথমবার বিপিএলে অংশ নিতে যাওয়া ফ্র্যাঞ্চাইজিটি নবি ও হাসান ইসাখিলের একটি ছবি দিয়ে ক্যাপশনে লিখেছে, ‘বাপে-হোলায় নোয়াখালী চলি আইছেরে...এক্সপ্রেস স্কোয়াডে স্বাগতম হাসান ইসাখিল।’

আরও পড়ুন

এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হওয়া হাসান ইসাখিল প্রথমবার বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যাচ্ছেন। এখন পর্যন্ত তিনি ৩০টি টি-টোয়েন্টিতে ৭৩৪ রান করেছেন ২৭ গড় এবং ১২৪ স্ট্রাইকরেটে। এছাড়া প্রথম শ্রেণিতে ৪ এবং লিস্ট এ শ্রেণির ৫টি ম্যাচ খেলেছেন হাসান। যেখানে ডানহাতি এই ব্যাটার যথাক্রমে ৪৭ এবং প্রায় ৫০ গড়ে রান করেছেন। এদিকে, বিপিএল নিলামের দিন চারেক পর ৪০ বছর বয়সী তারকা মোহাম্মদ নবিকে দলে ভেড়ানোর কথা জানায় নোয়াখালী। বয়সের অঙ্কটা ছুটতে থাকলেও, পারফরম্যান্সে তার ছাপ পড়তে দেন না এই আফগান তারকা। তাই তো বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে তার এখনও চাহিদা রয়েছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২৬ ডিসেম্বর বিপিএলের পর্দা উঠবে। সেদিন চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল অভিযান শুরু করবে নোয়াখালী এক্সপ্রেস। 

নোয়াখালী এক্সপ্রেস : হাসান মাহমুদ, সৌম্য সরকার, কুশল মেন্ডিস, জনসন চার্লস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, হাবিবুর রহমান সোহান, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা, নাজমুল ইসলাম অপু, আবু হাসিম, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন, রহমতউল্লাহ আলী, ইহসানউল্লাহ খান, হায়দার আলী, মোহাম্মদ নবি ও হাসান ইসাখিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের আগমন উপলক্ষে ‘বন্ধু আসছে বহুদিন পড়ে’ গান গেয়ে ছাত্রদল নেতাকর্মীদের উল্লাস

তারেক রহমানের মুখোশ পরে ছাত্রদলের আনন্দ মিছিল

ধুনটে যুবলীগ নেতা গ্রেফতার  

হবিগঞ্জে খড়বোঝাই ট্রাক থেকে গাঁজা উদ্ধার, আটক ২

বগুড়া-৩ আসনে জাতীয় পার্টির  প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ 

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিলেন হাজী ইয়াছিন