ভিডিও বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২

প্রকাশ : ২৪ ডিসেম্বর, ২০২৫, ০১:৪৪ রাত

নির্বাচনে ম্যাজিস্ট্রেটের সংখ্যা না বাড়লে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চায় পুলিশ

ছবি: সংগৃহীত, নির্বাচনে ম্যাজিস্ট্রেটের সংখ্যা না বাড়লে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চায় পুলিশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন পুলিশ সুপাররা। তা সম্ভব না হলে পুলিশের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ারও দাবি তোলেন তারা।

মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে ডিসি-এসপি, ডিআইজি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সম্মেলনে এসব কথা জানান পুলিশ সুপাররা। তারা জানান, অবৈধ অস্ত্র উদ্ধার ও অভিযানে পুলিশের ওপর চাপ বাড়ছে, কিন্তু যানবাহন ও জনবল সংকট রয়েছে। একই দিনে একাধিক নির্বাচন হলে তা বড় চ্যালেঞ্জ হবে বলেও উল্লেখ করেন তারা।

নির্বাচনের দিন অসুস্থ ও প্রতিবন্ধী ভোটারদের সহায়তায় পুলিশকে দায়িত্ব দেওয়া হয় উল্লেখ করে রেড ক্রিসেন্টের কর্মী নিয়োজিত রাখার প্রস্তাব দেন এসপিরা। পাশাপাশি নির্বাচনী নিরাপত্তায় বাজেট বাড়ানো এবং অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের সুপারিশ করেন তারা।

আরও পড়ুন

এদিকে জেলা প্রশাসকরা বলেন, মাঠ পর্যায়ে থাকা বৈধ অস্ত্র দ্রুত উদ্ধার করতে পুলিশের সহযোগিতা প্রয়োজন। দুর্গম এলাকায় যাতায়াতের জন্য হেলিকপ্টার, সীমান্ত জেলাগুলোতে বাড়তি নিরাপত্তা এবং অপতথ্য মোকাবিলায় কার্যকর উদ্যোগের দাবি জানান তারা। এছাড়া ক্ষতিগ্রস্ত উপজেলাগুলোতে যানবাহন সরবরাহ ও গণভোটের প্রচারের সময় বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন ডিসিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনে ম্যাজিস্ট্রেটের সংখ্যা না বাড়লে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চায় পুলিশ

৩০ রাষ্ট্রদূতকে একযোগে প্রত্যাহার করছে ট্রাম্প প্রশাসন

চোখের নিচে কালো দাগ: কারণ ও চিকিৎসা

ভারতের নামে আইসিসিতে অভিযোগ করবে পাকিস্তান

ওমরাহকে কি বিয়ের মোহর করা যাবে?

কুমিল্লায় প্রকাশ্যে বই খুলে পরীক্ষা দেওয়ার ভিডিও ভাইরাল