ভিডিও রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৪ ডিসেম্বর, ২০২৫, ০২:২৪ দুপুর

ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় জাতিসংঘের নিন্দা

ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় জাতিসংঘের নিন্দা, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: সুদানে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ঘাঁটিতে ভয়াবহ ড্রোন হামলায় নিহত হয়েছেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী। আহত হয়েছেন আরো অন্তত আটজন। এ হামলাকে ভয়াবহ হিসেবে বর্ণনা করে তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। খবর আল জাজিরার।

গুতেরেস এক বিবৃতিতে বলেন, ‘আমি সুদানের কাদুগলিতে অবস্থিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিকে লক্ষ্য করে চালানো ভয়াবহ ড্রোন হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।’তিনি আরে বলেন, ‘জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলা আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে। আজকে দক্ষিণ কর্দোফানে শান্তিরক্ষীদের ওপর যে হামলা হয়েছে তা কোনোভাবেই মেনে নেয়া যায় না। এর জন্য অবশ্যই জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।’

আরও পড়ুন

সুদানের সেনাবাহিনী এই হামলার জন্য আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-কে দায়ী করেছে। সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে গত দুই বছরের বেশি সময় ধরে গৃহযুদ্ধ চলছে। তবে হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে আরএসএফের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় জাতিসংঘের নিন্দা

বুলেট দিয়ে মুক্তির লড়াই বন্ধ করা যায় না : ব্যারিস্টার ফুয়াদ

কাল সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে হাদিকে

হাদির অবস্থা আশঙ্কাজনক, মস্তিস্কে অক্সিজেন স্বল্পতা

সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর শাহাদাতে জামায়াত আমিরের শোক

সন্দেহভাজন ফয়সালের সব ব্যাংক হিসাব জব্দ