ভিডিও রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৩ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪০ বিকাল

আজ কাহালু উপজেলা পাক হানাদার মুক্ত দিবস

আজ কাহালু উপজেলা পাক হানাদার মুক্ত দিবস

কাহালু (বগুড়া)  প্রতিনিধি : ১৯৭১ সালের ১৩ ডিসেম্বর  বগুড়া জেলার কাহালু উপজেলা হানাদার মুক্ত হয়েছিল। তাই এ দিনটি কাহালু বাসীর জন্য একটি স্মরনীয় দিন। সেদিনের ওই দিনটি ছিল সোমবার। স্বাধীনতা যুদ্ধের সময় কাহালুর বীর মুক্তিযোদ্ধারা জীবনের ঝুঁকি নিয়ে পাক বাহিনীর সাথে মুখোমুখি লড়াই করেছে। যুদ্ধ হয়েছে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বামুজা নামক গ্রাম এলাকায়। ১২ ডিসেম্বর রোববার মুক্তিযোদ্ধাদের চাপের মুখে পাকসেনারা কাহালু ছেড়ে চলে যেতে বাধ্য হয়।

এর পরদিন সকালে (১৩ ডিসেম্বর) বীর মুক্তিযোদ্ধাগন বীরদর্পে কাহালু বাজার এলাকায় প্রবেশ করে এবং এ সময় কাহালুর যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মরহুম অধ্যক্ষ হোসেন আলী কাহালু বাজারের মধ্যে সর্ব প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন করেন।

পতাকা উত্তোলনের সময় সেখানে সমাবেত শত শত মানুষের জয়ের উল্লাস ধ্বনিতে প্রকম্পিত হয়ে উঠে কাহালু উপজেলা সদর। দীর্ঘ ৯ মাসের স্বাধীনতা যুদ্ধে এখানে ঘটে গেছে অনেক কিছু। পাকসেনারা উপজেলার জয়তুল, নশীরপাড়া, গিরাইল, লক্ষীপুর, মুরইল, ডোমরগ্রাম ও কাহালু সদর এলাকার অনেক নিরীহ মানুষকে নির্বিচারে হত্যা করেছে এবং বাড়িঘর আগুন দিয়ে পুড়ে দিয়েছে।

আরও পড়ুন

সেই বেদনা বিধুর দিনগুলো আজও অনেকের মানস পটে ভেসে আছে। কাহালু উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ এ দিবসটি আনুষ্ঠানিক ভাবে পালন করা হবে। আর ২০১০ সাল থেকে ১৩ ডিসেম্বর দিনটি’কে ‘‘হানাদার মুক্ত দিবস’’ হিসেবে পালন করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একিটিকের জোড়া গোলে লিভারপুলের জয়

ধীরগতি কাটিয়ে ইন্টারনেট সুপারফাস্ট করার উপায়

৩৬ বাংলাদেশিকে নাগরিকত্ব দিলো ভারত

ইরানে ৬০ লাখ লিটার চোরাই ডিজেলসহ ট্যাঙ্কার জব্দ

শহীদ বুদ্ধিজীবী দিবস আজ

বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাই