ভিডিও রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৩ ডিসেম্বর, ২০২৫, ০১:৩৫ দুপুর

ইমরান খানের প্রতি ইঙ্গিত

‘রেড লাইন’ অতিক্রম করলে রাজনীতি শেষ: পাকিস্তানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

‘রেড লাইন’ অতিক্রম করলে রাজনীতি শেষ: পাকিস্তানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, ছবি: সংগৃহীত।

পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের প্রতি ইঙ্গিত করে পাকিস্তানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী বলেছেন, যারা ‘রেড লাইন’ অতিক্রম করেছে তাদের রাজনীতি শেষ হয়ে গেছে। জিও নিউজের এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ইমরান খানের অনেক সিদ্ধান্ত সাবেক ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) ফয়েজ হামিদের পরামর্শে নিয়েছিলেন।গত ১১ ডিসেম্বর ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, সাবেক গোয়েন্দা প্রধান ফয়েজ হামিদকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে তালাল বলেন, গোয়েন্দা প্রধানকে ‘রেড লাইন’ অতিক্রম করার জন্য শাস্তি দেয়া হয়েছে। তিনি আরো বলেন, পিটিআই প্রতিষ্ঠাতা এবং হামিদের মধ্যে যোগসূত্র সম্পর্কে পুরো বিশ্ব জানে।পিটিআই ২০১৮ সালের আগস্টে ক্ষমতায় আসে এবং ২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে তাদের ক্ষমতাচ্যুত করা হয়।

আরও পড়ুন

তালাল আরো বলেন, ‘আমাদের লক্ষ্য জনগণের জীবনযাত্রার মান উন্নত করা এবং সন্ত্রাসবাদের অবসান ঘটানো।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধীরগতি কাটিয়ে ইন্টারনেট সুপারফাস্ট করার উপায়

৩৬ বাংলাদেশিকে নাগরিকত্ব দিলো ভারত

ইরানে ৬০ লাখ লিটার চোরাই ডিজেলসহ ট্যাঙ্কার জব্দ

শহীদ বুদ্ধিজীবী দিবস আজ

বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাই

বাংলাদেশি শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক