ভিডিও রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৩ ডিসেম্বর, ২০২৫, ১২:৪১ দুপুর

নিলামের আগে ৩ বিদেশি সহ ৯ ক্রিকেটার বাদ

নিলামের আগে ৩ বিদেশি সহ ৯ ক্রিকেটার বাদ, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: আইপিএল নিলামের জন্য হাজারের বেশি ক্রিকেটার নিবন্ধন করেছিলেন। সেখান থেকে গত সপ্তাহে কাটছাঁট করে ৩৫০ জন রাখা হয়, পরে যোগ করা হয় আরও ৯ জনকে। ৩৫৯ জনের সেই তালিকা থেকে শনিবার হঠাৎ করে বাদ পড়লেন ৯ ক্রিকেটার! নিলামের তালিকায় তাদের নাম দেখা যায়নি।তাদের মধ্যে ছয় জন ভারতীয় এবং তিন জন বিদেশি আন্তর্জাতিক ক্রিকেটার। ভারতের মানি সরকার, মুরা সিং, চামা মিলিন্দ, কে এল শ্রীজিৎ, স্বস্তিক চিকারা, রাহুল রাজ নামালা ও বিরাাট সিং- প্রত্যেকের ভিত্তিমূল্য ছিল ৩০ লাখ রুপি।

মালয়েশিয়ার হয়ে ১১০টি আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন  বীরান্দিপ সিং। ৩ হাজারের বেশি টি-টোয়েন্টি রান ও ১০৫ উইকেট নেওয়া এই ক্রিকেটারের ভিত্তিমূল্য ছিল ৩০ লাখ রুপি। দক্ষিণ আফ্রিকার ইথান বশ ও অস্ট্রেলিয়ার ক্রিস গ্রিনের ভিত্তিমূল্য ছিল ৭৫ লাখ রুপি। সাড়ে তিনশ জনের তালিকা দেওয়ার পর এই ৯ জনকে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছিল। কেন তাদেরকে যুক্ত করা হয়েছিল এবং কেনই বা তাদের আবার বাদ দেওয়া হলো, সেই ব্যাপারে ব্যাখ্যা দেয়নি আইপিএল।

আরও পড়ুন

আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে হবে মিনি অকশান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একিটিকের জোড়া গোলে লিভারপুলের জয়

ধীরগতি কাটিয়ে ইন্টারনেট সুপারফাস্ট করার উপায়

৩৬ বাংলাদেশিকে নাগরিকত্ব দিলো ভারত

ইরানে ৬০ লাখ লিটার চোরাই ডিজেলসহ ট্যাঙ্কার জব্দ

শহীদ বুদ্ধিজীবী দিবস আজ

বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাই