ভিডিও রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৩ ডিসেম্বর, ২০২৫, ১০:৩৯ দুপুর

কেরানীগঞ্জের জাবালে নূর টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

কেরানীগঞ্জের জাবালে নূর টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট,ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: ঢাকার কেরানীগঞ্জের পূর্ব আগানগর দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু সংলগ্ন জাবালে নূর টাওয়ার নামের ১০ তলা একটি ভবনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার ভোর পাঁচটায় ভবনের নিচ তলায় জুট কারখানা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বলে ভবনের বাসিন্দারা সাংবাদিকদের জানিয়েছেন।

আগুন নিয়ন্ত্রণে আনতে ঢাকা ও কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে। ভোর পাঁচটা থেকে আগুনের সূত্রপাত হলেও এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়নি। ভবনে আটকে পড়া ৪২ জনকে উদ্ধার করা হয়েছে।

জাবালে নূর টাওয়ারটির আন্ডারগ্রাউন্ড নিচ তলা ও দোতলা মিলে ৪০ থেকে ৫০টি গার্মেন্টস ফ্যাক্টরির দোকান ও জুট ব্যবসায়ীদের কারখানা রয়েছে। ভবনের তিন তলা থেকে ১০ তলা পর্যন্ত আবাসিক হিসেবে ভাড়া দেয়া হয়েছে । ভবনের সব মিলে ৫ হাজার লোকের বসবাস করছে।

আরও পড়ুন

ভবনের তিন তালার বাসিন্দা ইব্রাহিম গণমাধ্যমে জানায়, ভোর পাঁচটার দিকে তারা আগুনের তাপ ও দোয়ায় ঘুম ভেঙ্গে যায়। তাড়াহুড়ো করে নিচে নেমে আসেন। নিচতালায় দেখতে পান জুট কারখানায় আগুনে পুড়ে যাচ্ছে জুটের বস্তা। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ভবনের লোকজন তাড়াহুড়ো করে নিচে নেমে দ্বিতীয় বুড়িগঙ্গা সেতুর নিচে ও সেতুর উপরে আশ্রয় নেন। বাসিন্দাদের মধ্যে অনেক আত্মসত্ত্বা গৃহিনী রয়েছে।

এলাকাবাসীর পক্ষ থেকে ফায়ার সার্ভিসে ফোন করা হলে ভোর সাড়ে পাঁচটার দিকে কেরানীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস ও ছয়টার দিকে ঢাকার সদরঘাট এবং ফুলবাড়িয়া ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন। সাড়ে ছয়টার দিকে পানির সংকট দেখা দিলে ফায়ার সার্ভিসের পাইপ বুড়িগঙ্গা নদীর সাথে সংযোগ দিয়ে পানি সংগ্রহ করে। এতে পানির সমস্যা না থাকলেও গিঞ্জি পরিবেশ ও একাধিক ভবন থাকায় আগুন নিয়ন্ত্রণ আনতে তাদের বেগ পেতে হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একিটিকের জোড়া গোলে লিভারপুলের জয়

ধীরগতি কাটিয়ে ইন্টারনেট সুপারফাস্ট করার উপায়

৩৬ বাংলাদেশিকে নাগরিকত্ব দিলো ভারত

ইরানে ৬০ লাখ লিটার চোরাই ডিজেলসহ ট্যাঙ্কার জব্দ

শহীদ বুদ্ধিজীবী দিবস আজ

বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাই