মা হওয়ার পর প্রথম শুটিংয়ে কিয়ারা
বিনোদন ডেস্ক : চলতি বছর জুলাইয়ে মা হয়েছেন অভিনেত্রী কিয়ারা আদভানি। মেয়ে হওয়ার পর এবারই প্রথম প্রকাশ্যে দেখা গেল তাকে। হাসিমুখে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি কন্যা সিয়ারার নানা দুষ্টুমিও জানালেন তিনি। অন্তঃসত্ত্বা অবস্থায় প্রায় পাঁচ মাস কাজ করেছেন কিয়ারা।
তারপর পুরোপুরি নিজেকে আড়ালে রেখেছিলেন। ক্লিনিকে যাওয়া ছাড়া কোথাও দেখা মেলেনি তার। মা হওয়ার পর আবার কাজে ফিরলেন তিনি। ইনস্টাগ্রামে আগেভাগেই নিজের একটি ছবি শেয়ার করে জানিয়েছিলেন, এর পরের ধাপ আরো চমকপ্রদ হবে-আর সেই পোস্টেই অনুরাগীদের কৌতূহল চরমে পৌঁছয়। দুপুরে পুরনো চেহারাতেই সামনে এলেন কিয়ারা, বাড়তি ওজন ঝরিয়ে কাঁধখোলা ডেনিম শার্ট ও শর্টসে এখন তিনি সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্রে। একটি বিজ্ঞাপনের শুটিংয়ে ফিরেছেন অভিনেত্রী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়ের খোঁজ জানতে চাইলে হাসিমুখে বলেন, ‘মেয়ে ভালো আছে।’
আরও পড়ুন
মন্তব্য করুন









