ভিডিও মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৯ ডিসেম্বর, ২০২৫, ০১:৫৯ দুপুর

ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ৮ পুলিশ সদস্য

ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ৮ পুলিশ সদস্য, ছবি: সংগৃহীত।

শান্তি চুক্তি ভেঙে আবারও সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় সংঘর্ষে জড়ায় দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এক ঘণ্টা পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশসহ আহত হয়েছেন বেশ কয়েকজন। সংঘর্ষের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের অভিযোগ, বিনাকারণেই হামলার শিকার হয়েছেন তারা। এর আগেও বেশ কয়েকবার ঢাকা কলেজ হামলা করেছে।

পুলিশের রমনা জোনের ডিসি মাসুদ আলম বলেন, ঘটনা নিয়ন্ত্রণে আনতে তাদেরও ৭-৮ জন আহত হয়েছেন। সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, ঘটনার কোনও কারণ এখনো জানাতে পারেননি তারা।

এদিকে এখনও থমথমে নিউমার্কেট, গ্রীন রোড এলাকা। বিচার না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দিয়েছে আইডিয়ালের শিক্ষার্থীরা। এর আগে মারামারি বন্ধ ও ‘ভ্রাতৃত্ববোধ’ গড়তে এক মাস আগে ‘শান্তি চুক্তি’ করে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। গত ৯ নভেম্বর দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিউমার্কেট থানার ওসি এ কে এম মাহফুজুল হকের উদ্যোগে ঢাকা কলেজ মিলনায়তনে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে ‘শান্তি চুক্তি’ সম্পন্ন হয়।

আরও পড়ুন

সেখানে দুই কলেজের দুই শতাধিক শিক্ষার্থী ছাড়াও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস এবং আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ রেজওয়ানুল হকসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ৮ পুলিশ সদস্য

বগুড়ার কাহালুতে এক ব্যক্তির আত্মহত্যা

মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যার ঘটনায় সেই গৃহকর্মীর বিরুদ্ধে মামলা

দিনাজপুরের নবাবগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

আইপিএল’র নিলামে বাংলাদেশের ৭ ক্রিকেটার, বাদ সাকিব

বগুড়ার শাজাহানপুরে পিস্তলসহ যুবক আটক!