বগুড়ার কাহালুতে এক ব্যক্তির আত্মহত্যা
কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালুতে ধানের জমিতে দেওয়া আগাছানাশক বিষাক্ত ট্যাবলেট সেবন করে মাহাবুর রহমান ওরফে রনি (২৭) নামের এক ব্যক্তির আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার বিকেলে কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের শেকাহার পূর্বপাড়া গ্রামে। সে ওই গ্রামের মো. আলী আহাদের ছেলে।
জানা গেছে, রনি সোমবার বিকেল ৪টার দিকে বাড়ির লোকজনের অগোচরে আগাছানাশক বিষাক্ত ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে সন্ধ্যা ৭টার দিকে ওই হাসপাতাল থেকে বগুড়া টিএমএসএস হাসপাতালে স্থানান্তর করার সময় পথিমধ্যে সে মারা যায়। জানা যায়, রনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের অস্থায়ী নিম্নমান পদের একজন কর্মচারী ছিল।
পুলিশ সূত্রে বলা হয়, রনি ঋণগ্রস্ত হবার কারণে এবং ঋণের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। এ বিষয়ে কাহালু থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুনমামলা তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মাদ আলী জানান, সুরতহাল রিপোর্টে রনিরে শরীরে কোন চিহ্ন পাওয়া যায়নি। তার মরদেহ ময়নাতদন্তের জন্য আজ মঙ্গলবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন






_medium_1765210270.jpg)


