ভিডিও বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৯ নভেম্বর, ২০২৫, ০৩:৫৪ দুপুর

মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেনের

মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেনের, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র-নির্মিত ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় কয়েক দফা হামলা চালিয়েছে ইউক্রেন। বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনীয় বাহিনী দক্ষিণ রাশিয়ার ভোরোনেজ শহর লক্ষ্য করে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার চেষ্টায় চারটি এটিএসিএমসি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

মঙ্গলবার ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের-সরবরাহকৃত এটিএসিএমসি ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ করেছে। একে ‘উল্লেখযোগ্য উন্নয়ন’ বলে অভিহিত করা হয়েছে। কিয়েভ ২০২৩ সালে এই ক্ষেপণাস্ত্রগুলো হাতে পেয়েছে। কিন্তু প্রাথমিকভাবে কেবল তাদের নিজস্ব অঞ্চলে এগুলো ব্যবহারের ক্ষেত্রে সীমাবদ্ধতা ছিল।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে এক পোস্টে জানিয়েছে, রাশিয়ার এস-৪০০ বিমান প্রতিরক্ষা ক্রু এবং প্যানসির ক্ষেপণাস্ত্র ও অস্ত্র ব্যবস্থা সব এটিএসিএমসি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছে। এদিকে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে ভোরোনেজের একটি বাড়ি এবং একটি এতিমখানার ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে যে, বেসামরিক নাগরিকদের মধ্যে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মন্ত্রণালয় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করেছে এবং জানিয়েছে যে, গোয়েন্দা বিমান খারকিভ অঞ্চলে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের স্থান চিহ্নিত করেছে। রাশিয়া জানিয়েছে, তারা দুটি ইউক্রেনীয় মাল্টিপল রকেট লঞ্চার ধ্বংস করার জন্য ইস্কান্দার-এম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইউক্রেন এর আগে জানুয়ারিতে যুক্তরাষ্ট্র-নির্মিত এসব ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে আক্রমণ চালিয়েছে এবং রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কাহালুতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে লালমনিরহাটের মজুরের মৃত্যু 

পাঁচ দফা দাবিতে ৭ দিনের কর্মসূচি দিলো ইসলামি আট দল

আলিয়ার বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ

চট্টগ্রামে বিমানবন্দরের রানওয়েতে শিয়াল, ২৬ মিনিট পর উড়ল উড়োজাহাজ

বগুড়ার কাহালুতে ফাঁস দিয়ে যুবতীর আত্মহত্যা 

উত্তরায় বাংলাদেশের প্রথম হায়াত প্লেস হোটেলের আনুষ্ঠানিক যাত্রা শুরু