ভিডিও শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১৪ নভেম্বর, ২০২৫, ০৬:৩১ বিকাল

নবান্ন উৎসবকে আদি নববর্ষ হিসেবে পালন করবে ডাকসু

ছবিঃ আল আমিন।

ঢাবি প্রতিনিধি ঃ পহেলা অগ্রহায়ণকে ‘বাংলার আদি নববর্ষ’ হিসেবে উদযাপনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার আয়োজিত হচ্ছে দিনব্যাপী নবান্ন উৎসব। আগামী( ১৬ নভেম্বর )পহেলা অগ্রহায়ণ, বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় অনুষ্ঠিত হবে গ্রামীণ মেলা, বর্ণাঢ্য র্যালি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

ডাকসু ও বিপ্লবী সাংস্কৃতিক ঐক্যের যৌথ উদ্যোগে আয়োজিত এ উৎসব ঘিরে চারুকলা এলাকায় ইতোমধ্যে সাজসাজ রব ছড়িয়েছে। আয়োজনকে সফল করতে সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা ব্যস্ত সময় পার করছেন।

আয়োজকেরা বলছেন, নবান্ন উৎসব বাংলার কৃষিভিত্তিক সমাজের চিরায়ত ঐতিহ্য। অগ্রহায়ণের প্রথম দিন নতুন ধানের আনন্দকে ঘিরে যে সামাজিক-সাংস্কৃতিক উচ্ছ্বাস গড়ে ওঠে, সেটিকেই বাংলার আদি নববর্ষ হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যেই তাদের এ আয়োজন। দিনব্যাপী গ্রামীণ মেলায় থাকবে ঐতিহ্যবাহী খাবার, খেলাধুলা ও কৃষিজ সংস্কৃতি তুলে ধরার নানা স্টল। বেলা সাড়ে ১১টায় চারুকলা থেকে একটি বর্ণাঢ্য র্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করবে। বিকেল থেকে বকুলতলায় শুরু হবে সংগীত, নৃত্য, আবৃত্তি ও নাট্য পরিবেশনা।

আরও পড়ুন

আয়োজকের দাবি, ‘নবান্নকে কেন্দ্র করে বাংলা সংস্কৃতির যে উৎপত্তি ও বিস্তার, তা তরুণ প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়া এবং আদি নববর্ষের ধারণাকে নতুনভাবে প্রতিষ্ঠিত করাই এ উৎসবের উদ্দেশ্য।’ উৎসবকে সামনে রেখে পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে বলে জানাচ্ছেন শিক্ষার্থীরা।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেটের চর্বি কমায় আদার রস

ভোট চালিয়ে যাওয়ার আহ্বান মিথিলার

ধানমন্ডি ৩২ এ মারধরের শিকার সালমা হত্যাচেষ্টা মামলায় কারাগারে

নবান্ন উৎসবকে আদি নববর্ষ হিসেবে পালন করবে ডাকসু

ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেফতার ২

এনসিপির মনোনয়ন ফরম সংগ্রহের সময় বাড়লো