ভিডিও বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১২ নভেম্বর, ২০২৫, ০৮:৪৪ রাত

১৫ বছর দেশের মানুষ কোন ভোট দিতে পারেনি : মাহমুদুর রহমান মান্না 

১৫ বছর দেশের মানুষ কোন ভোট দিতে পারেনি : মাহমুদুর রহমান মান্না 

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : নাগরিক ঐক্য’র সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, গত ১৫ বছর দেশের মানুষ কোন ভোট দিতে পারেনি। দিনের ভোট রাতেই হয়ে গেছে। এবার সুযোগ এসেছে মানুষের ভোট দেওয়ার। তাই দেখে, বুঝে ভালো মানুষকে ভোট দিতে হবে। তিনি বলেন, আমাদের ভোট নিয়ে যারা মন্ত্রী হয়েছিল তারা দেশের বাহিরে বাড়ি বানিয়েছে, তাদের সন্তানদের বিদেশে লেখাপড়া করিয়েছে।

নতুন বাংলাদেশে নতুন রাজনীতি চলবে, একটি সুখি-সুন্দর দেশ গড়তে দরকার ভালো সরকার, পার্টি ভালো না হলে সরকার ভালো হবে না, আমি অন্য পার্টির সাথে ঐক্য করেছি, আমি বিএনপি’র সাথে কথা বলেছি, আমরা যৌথভাবে নির্বাচন করবো, আওয়ামী লীগ ভালো কাজ না করার কারণে আমি দল ছেড়েছিলাম, পরিবর্তিত বাংলাদেশে জনগণের ভাগ্য বদলাতে তাদের কথা শুনতে হবে, এখন রাজনীতির সাথে জনগণের সম্পর্ক থাকবে।

আজ বুধবার (১২ নভেম্বর) বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বন্দরে ইউনিয়ন নাগরিক ঐক্য ও যুব নাগরিক ঐক্য’র আয়োজনে গণসংযোগ শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

আরও পড়ুন

কিচক ইউনিয়ন নাগরিক ঐক্য’র সভাপতি খোকা মেম্বারের সভাপতিত্বে সভায় বক্তব্যে রাখেন নাগরিক ঐক্য’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, সদস্য আব্দুর রাজ্জাক সজিব, ছাত্র ঐক্য’র সদস্য তৌফিক হোসেন, জেলা নাগিরক ঐক্য সমন্বয়ক সাইদুর রহমান সাগর, মশিউর রহমান পিয়াল, নুরুল আমিন সেকেন্দার, উপজেলা নাগরিক ঐক্য’র আহবায়ক শহিদুল ইসলাম, নাগরিক ঐক্য নেতা এনামুল হক সরকার, মাহবুব মোর্শেদ হিরা, সৈকত বিদ্যুৎ, সাজু মিয়া, অমিত হাসান প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ বছর দেশের মানুষ কোন ভোট দিতে পারেনি : মাহমুদুর রহমান মান্না 

সিলেটে বিটিসিএলের পরিত্যক্ত গুদামে আগুন

আয়কর নিয়ে আইনি লড়াইয়ে জয় পেলেন ঐশ্বরিয়া

ঢাকা-১৮ আসনের খিলক্ষেতে ধানের শীষের পক্ষে গনমিছিল 

দেশে অপ্রয়োজনীয় সংকট তৈরি করা হয়েছে : মির্জা ফখরুল

মানিকগঞ্জে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেফতার