ভিডিও বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১২ নভেম্বর, ২০২৫, ০৭:০২ বিকাল

যাত্রী কল্যাণ সমিতি

অক্টোবরে সড়কে ঝরেছে ৪৬৯ প্রাণ, আহত ১২৮০ জন

সংগৃহিত,অক্টোবরে সড়কে ঝরেছে ৪৬৯ প্রাণ, আহত ১২৮০ জন

গত অক্টোবর মাসে সারা দেশে সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এই সময়ে ৪৬৯টি সড়ক দুর্ঘটনায় ৪৬৯ জন নিহত এবং ১ হাজার ২৮০ জন আহত হয়েছেন।

বুধবার (১২ নভেম্বর, ২০২৫) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।


সংগঠনটি বহুল প্রচারিত ও বিশ্বাসযোগ্য জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদ মাধ্যমে প্রকাশিত দুর্ঘটনার সংবাদ মনিটরিং করে এই প্রতিবেদনটি তৈরি করেছে।

প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরে শুধু সড়কেই নয়, রেল ও নৌপথেও উল্লেখযোগ্য সংখ্যক দুর্ঘটনা ঘটেছে। রেলপথে ৫২টি দুর্ঘটনায় নিহত ৪৭ জন, আহত হন ৩০ জন। আর নৌপথে ১১টি দুর্ঘটনায় নিহত ১২ জন, নিখোঁজ ১ হন জন। সব মিলিয়ে মোট ৫৩২টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫২৮ জন এবং আহত ১ হাজার ৩১০ জন।

আরও পড়ুন

অক্টোবরে বিভাগ অনুযায়ী সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে– ১২৬টি দুর্ঘটনায় ১৩০ জন নিহত ও ৩৪৩ জন আহত হয়েছেন। অন্যদিকে, সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে ময়মনসিংহ বিভাগে– ২০টি দুর্ঘটনায় ২৭ জন নিহত ও ৩৭ জন আহত হয়েছেন।
 
সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেল। মাসটিতে ১৭০টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭৬ জন নিহত ও ১৩৭ জন আহত হয়েছেন।

দুর্ঘটনার শিকার হওয়া মোট ৭৭২টি যানবাহনের পরিচয় পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে মোটরসাইকেল (২৫.৯০%), ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান ও লরি (২১.২৪%), বাস (১৬.০৬%), ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক (১২.৮০%), সিএনজিচালিত অটোরিকশা (৪.২৭%), নছিমন-করিমন-মাহিন্দ্রা-ট্রাক্টর ও লেগুনা (৮.৪১%), কার-জিপ-মাইক্রোবাস (৪.৭৯%)।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্টোবরে সড়কে ঝরেছে ৪৬৯ প্রাণ, আহত ১২৮০ জন

চাঁপাইনবাবগঞ্জে ডাকাত দলের ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত

বাংলাদেশ ছাড়ার আগে বিসিবিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য গামিনির

কাল আসছে ‘কনা’তে ফুয়াদ ফিচারিং কনা’র ‘ভিতরও বাহিরে’

বগুড়ায় খোকন হত্যা মামলায় তদন্তেপ্রাপ্ত আসামি ইমরান গ্রেফতার, বার্মিজ চাকু উদ্ধার

জয়-মুমিনুলের ব্যাটে বাংলাদেশের দাপুটে দিন