ভিডিও রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

প্রকাশ : ০৯ নভেম্বর, ২০২৫, ০৫:৪৩ বিকাল

‎‘আমজনতার দল’র নিবন্ধন পুনর্বিবেচনার আহ্বান ইশরাকের

‎‘আমজনতার দল’র নিবন্ধন পুনর্বিবেচনার আহ্বান ইশরাকের

‘আমজনতার দল’র নিবন্ধন প্রক্রিয়া পুনর্বিবেচনার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন।

রোববার (৯ নভেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে ‘আমজনতার দল’র সদস্য সচিব তারেক রহমানের দল নিবন্ধনের জন্য আমরণ অনশনের সঙ্গে সংহতি শেষে তিনি এ আহ্বান জানান।

‎এ সময় ইশরাক হোসেন সাংবাদিকদের বলেন, ‘ওয়ান ইলেভেনের পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া শুরু হলেও ক্ষমতাসীনদের পছন্দের দলগুলোকে বারবার বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। অথচ যারা সত্যিকার অর্থে রাজনীতির মাঠে লড়েছেন, আন্দোলনে সক্রিয় ছিলেন, তাদের প্রতি বৈষম্য করা হচ্ছে।’

তিনি বলেন, ‘তারেক রহমান একজন তরুণ, সক্রিয় ও নির্যাতিত নেতা। নিরাপদ সড়ক আন্দোলনসহ প্রতিটি গণআন্দোলনে তিনি রাজপথে ছিলেন। তার ওপর একাধিকবার হামলা হয়েছে, কিন্তু তিনি পিছু হটেননি। এমন একজন নেতার দলকে যদি নিবন্ধন না দেওয়া হয়, তবে সেটি কেবল প্রশাসনিক ব্যর্থতা নয়, রাজনৈতিক পক্ষপাতও বটে।’

‎ইশরাক বলেন, ‘সম্প্রতি যেসব নতুন দল নিবন্ধন পেয়েছে, তাদের অনেকেরই রাজনৈতিক কর্মকাণ্ডের ইতিহাস বা সাংগঠনিক কাঠামো নেই। তবুও তারা নিবন্ধন পাচ্ছে, যা জনগণের মধ্যে সন্দেহ তৈরি করেছে।’

‎তিনি উদাহরণ দিয়ে বলেন, ‘বাংলাদেশ সুপ্রিম পার্টি, আসল বিএনপি, তৃণমূল বিএনপি- সব ভারতীয় জনতা পার্টির আদলে করা দল। এসব নাম শুনলেই বোঝা যায়, এটি রাজনৈতিক বাস্তবতার সঙ্গে কতটা বিচ্ছিন্ন। এমন দলগুলোর কোনো কার্যক্রম নেই, অফিস পর্যন্ত অনেক সময় রান্নাঘরের ভেতরে দেখানো হয়েছে। অথচ তারা নিবন্ধন পেয়ে যাচ্ছে!’

‎ইশরাক দাবি করেন, ‘এসব দলের মধ্যে অনেকেই আদালতের নির্দেশের কথা বলে নিবন্ধন পেলেও, নির্বাচন কমিশনের প্রতিবেদন অনুযায়ী তারা পূর্ণ শর্ত পূরণ করেনি।’

আরও পড়ুন

ইশরাক হোসেন স্পষ্ট করে বলেন, তিনি কোনো দলের নিবন্ধন বাতিলের পক্ষে নন। বরং তিনি চান, পুরো নিবন্ধন প্রক্রিয়াটাই পুনর্গঠন করা হোক। তিনি বলেন, ‘আমরা চাই নির্বাচন কমিশন সব দলকে আহ্বান জানিয়ে পুনর্নিবন্ধনের সুযোগ দিক। এতে বোঝা যাবে, কারা প্রকৃত যোগ্য এবং কারা কেবল নামমাত্র কাগুজে দল। এই প্রক্রিয়াই জনগণের আস্থা ফিরিয়ে আনতে পারে।’

‎তিনি যোগ করেন, ‘কমিশনের ভেতরেও কিছু কর্মকর্তার অনিয়মের অভিযোগ রয়েছে, যাদের কারণে যোগ্য আবেদনকারীরা বঞ্চিত হচ্ছেন।’

ইশরাক বলেন, ‘এই মুহূর্তে দেশের মানুষ গণতন্ত্র ও ন্যায়বিচারের প্রত্যাশায় আছে। তাই নির্বাচন কমিশনের উচিত হবে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় দলগুলোর নিবন্ধন যাচাই করা, যাতে জনগণের আস্থা ফিরে আসে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎‘আমজনতার দল’র নিবন্ধন পুনর্বিবেচনার আহ্বান ইশরাকের

চলতি সপ্তাহে পেঁয়াজের দাম না কমলে আমদানির : বাণিজ্য উপদেষ্টা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সুইসাইড নোট লিখে স্বামীর আত্মহত্যা

আমজনতার তারেককে আপিল করার আহ্বান ইসি সচিবের

জাহানারার অভিযোগে চার কর্মকর্তাকে ওএসডি করল বিসিবি

পে-কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার: অর্থ উপদেষ্টা