ভিডিও শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৫, ০৪:৪৬ দুপুর

ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ব্যাপক হামলা রাশিয়ার 

ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ব্যাপক হামলা রাশিয়ার, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। ফলে দেশটির বেশ কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শনিবার (৮ নভেম্বর) ইউক্রেনের জ্বালানি মন্ত্রী স্বিতলানা গ্রিনচুক এ খবর নিশ্চিত করেছেন। 

বেশ কিছুদিন ধরে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা জোরদার করেছে রাশিয়া। বিশেষ করে দেশটির প্রধান হিটিং (তাপ) জ্বালানি উৎপাদনকারী প্রাকৃতিক গ্যাস কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, শীতের মাসগুলোতে ইউক্রেন তীব্র তাপ সংকটের ঝুঁকিতে রয়েছে। জ্বালানিমন্ত্রী স্বিতলানা গ্রিনচুক সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, শত্রু আবারও ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ব্যাপকভাবে হামলা চালাচ্ছে। এ কারণে ইউক্রেনের কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়েছে। তবে তিনি নির্দিষ্টভাবে কোনো অঞ্চলের নাম উল্লেখ করেননি। গ্রিনচুক আরও জানান, জ্বালানি ব্যবস্থার পরিস্থিতি স্বাভাবিক হলেই জরুরি বিদ্যুৎ বিভ্রাট প্রত্যাহার করা হবে। শত্রুদের দুষ্ট পরিকল্পনা সত্ত্বেও এই শীতে ইউক্রেনে আলো ও উত্তাপ থাকবে।

রাশিয়া প্রায় চার বছরের আগ্রাসনে ইউক্রেনের বিদ্যুৎ ও হিটিং গ্রিডকে লক্ষ্যবস্তু করে আসছে, যা গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোর একটি বড় অংশ ধ্বংস করেছে।  অন্যদিকে, ইউক্রেনও সাম্প্রতিক সময়ে রাশিয়ার তেল ডিপো এবং শোধনাগারগুলোতে হামলা বাড়িয়েছে। এর লক্ষ্য হলো মস্কোর গুরুত্বপূর্ণ জ্বালানি রপ্তানি বন্ধ করা এবং সারা দেশে জ্বালানি ঘাটতি সৃষ্টি করা।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টঙ্গীর ঝুট গুদামে অগ্নিনির্বাপণের ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস

এখনকার প্রজন্ম পোশাকের মতো পার্টনার বদলায় : টুইঙ্কেল

৯ জেলায় নিয়োগ দিবে আকিজ গ্রুপ

রিয়েলমি সি৮৫ প্রো: সেগমেন্টের সবচেয়ে শক্তিশালী আইপি৬৯ প্রো ও ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি

ফিলিপাইনের দিকে ধেয়ে যাচ্ছে আরেক টাইফুন

নির্বাচিত প্রতিনিধি না আসা পর্যন্ত সতর্ক থাকতে হবে: এ্যানি