এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন আবেদন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই উদ্বোধন কার্যক্রমের ঘোষণা দেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি জানান, মনোনয়নপত্রের মূল্য প্রাথমিকভাবে ১০ হাজার টাকা ধরা হয়েছে। তবে কেউ বেশি দিতে চাইলে কোনো আপত্তি নেই দলের।
আরও পড়ুনতিনি বলেন, মনোনয়নপত্র বিতরণ কয়েকভাবে হবে। অনলাইনে দলীয় ওয়েবসাইটে ঢুকে আবেদন করা যাবে। জেলা প্রতিনিধির মাধ্যমে আবেদন করা যাবে। অফিসে এসে দলীয় নেতা হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের মাধ্যমেও আবেদন করা যাবে।
তিনি আরও বলেন, জুলাইয়ে আহত ও শহীদ পরিবারের সদস্যদের জন্য মনোনয়নের মূল্য দুই হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ১৫ নভেম্বরের মধ্যে প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে বলে জানান তিনি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








