প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৫, ০৫:৪৪ বিকাল
‘আমি পুতুল নই’- মিস ইউনিভার্সের মঞ্চে বিস্ফোরক ফাতিমা
ফাতিমা ।ছবি: সংগৃহীত
বিনোদন ডেস্কঃ থাইল্যান্ডে বসেছে ‘মিস ইউনিভার্স’-এর এবারের আসর, ২১ নভেম্বর নতুন ‘মিস ইউনিভার্স’ ঘোষণা হবে সেখানেই। অথচ এখানেই গত মঙ্গলবার ঘটে গেল এক বিতর্কিত ঘটনা! আয়োজকের অশালীন আচরণের প্রতিবাদে মিস মেক্সিকোসহ কয়েকজন প্রতিযোগী অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যান।
সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
জানা যায়, এক প্রাক-প্রতিযোগিতা অনুষ্ঠানে আয়োজক দেশের প্রতিনিধি ও মিস ইউনিভার্স থাইল্যান্ডের পরিচালক নাওয়াত ইৎসারাগ্রিসিল এবং মিস মেক্সিকো ফাতিমা বশকে প্রকাশ্যে বকাঝকা করেন প্রচারমূলক পোস্ট না দেওয়ায়।
ফাতিমা প্রতিবাদ করলে নাওয়াত নিরাপত্তাকর্মী ডেকে তাকে ও সমর্থনকারী প্রতিযোগীদের ‘অযোগ্য’ ঘোষণার হুমকি দেন। এরপর মিস মেক্সিকো অনুষ্ঠান ছেড়ে চলে যান, এবং অন্যরাও তার সঙ্গে সংহতি প্রকাশ করেন।
ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে মিস ইউনিভার্স অর্গানাইজেশনের (এমইউও) আচরণকে অপমানজনক ও অনৈতিক বলে নিন্দা জানায় নেটিজেনরা।
পরে এ বিষয়ে কথা বলেন মিস মেক্সিকো। ফাতিমা জানান, ৭০ জনেরও বেশি প্রতিযোগীর সামনে লাইভ সম্প্রচারের মধ্যেই মিস মেক্সিকোকে ইঙ্গিত করে ‘ডাম্বহেড’ (বোকা) বলেন থাইল্যান্ডের পরিচালক নাওয়াত ইৎসারাগ্রিসিল।
ফাতিমা তখন প্রতিবাদ করে বলেন, “আপনি আমাকে একজন নারী হিসেবে সম্মান দেখাচ্ছেন না।” এরপর ইৎসারাগ্রিসিল তীব্র স্বরে বলেন, “আমি তোমাকে কথা বলার অনুমতি দিইনি। ভদ্রভাবে থাকো… আমি এখনো কথা বলছি, শোনো।” এর পর তিনি নিরাপত্তা কর্মীদের ডেকে আনেন।
এই ঘটনার পর অনেক প্রতিযোগী এর মধ্যে বর্তমান ‘মিস ইউনিভার্স’ ভিক্টোরিয়া কেয়ার থেইলভিগ (ডেনমার্ক)-ও ছিলেন।তিনিও কক্ষ ত্যাগ করেন। থেইলভিগ বলেন, “একজন প্রতিযোগীকে অপমান করা মানে তার সম্মানের চরম অভাব। তাই আমি আমার কোট পরে বেরিয়ে যাচ্ছি।”
পরে সাংবাদিকদের সামনে ফাতিমা বশ বলেন,“আমি থাইল্যান্ডকে ভালোবাসি। এখানকার মানুষ ও সংস্কৃতির প্রতি আমার গভীর শ্রদ্ধা আছে। কিন্তু আপনাদের পরিচালক যা করেছেন, তা অসম্মানজনক। তিনি আমাকে ‘বোকা’ বলেছেন, তিনি আমাকে চুপ থাকতে বলেছেন, গালাগাল দিয়েছেন। এটা ঠিক নয়, আমাদের কণ্ঠ কেউ দমন করতে পারে না। কেউ আমাকে ছোট করে দিতে পারবে না।”
২৬ বছর বয়সী ফাতিমা বশ, মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় তাবাস্কোর তেপা শহরের বাসিন্দা, যেটি সম্প্রতি ‘পুয়েবলো মাখিকো’ উপাধি পেয়েছে। তিনি মেক্সিকোর ইতিহাসে চতুর্থ মিস ইউনিভার্স হওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন।
মেক্সিকোর আগের বিজয়ীরা হলেন- বাজা ক্যালিফোর্নিয়ার লুপিতা জোন্স (১৯৯১), জালিস্কোর জিমেনা নাভারেতে (২০১০) এবং চিহুয়াহুয়ার আন্দ্রেয়া মেজা (২০২১)। গত বছর সিনালোয়ার মারিয়া ফের্নান্দা বেলত্রান ছিলেন দ্বিতীয় রানার আপ।
প্রাক্তন মিস ইউনিভার্স জিমেনা নাভারেতে ফাতিমা বশের প্রতি সমর্থন জানিয়ে বলেন, “পেজেন্টগুলোকে আবারও সেই শ্রদ্ধা, সৌন্দর্য ও অনুপ্রেরণার জায়গায় ফিরতে হবে। সাম্প্রতিক বছরগুলোতে অনেক কিছু সঠিকভাবে হচ্ছে না।”
সবশেষে ফাতিমা বশ জানান, তিনি প্রতিযোগিতা থেকে সরে যাচ্ছেন না। বলেন, “আমি শুধু আমার দেশকে জানাতে চাই, আমি ভয় পাই না। আমার বলার মতো কথা আছে, আমার লক্ষ্য আছে। আমি কোনো পুতুল নই-যাকে সাজিয়ে, পোশাক পাল্টে মঞ্চে পাঠানো হবে। আমি এসেছি সেই সব নারী ও মেয়েদের হয়ে কথা বলতে, যারা প্রতিদিন নিজের অধিকারের জন্য লড়ে যাচ্ছে।”
এসব ঘটনার পরে এক সংবাদ সম্মেলন করে ক্ষমা চান আয়োজক দেশের প্রতিনিধি ও মিস ইউনিভার্স থাইল্যান্ডের পরিচালক নাওয়াত ইৎসারাগ্রিসিল। সংবাদ সম্মেলনে তাকে কাঁদতেও দেখা যায়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





_medium_1762354538.jpg)
