ভিডিও বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৫, ০৪:৩৮ দুপুর

আল্লাহ কাউকে রোগ বালাই দিয়েন না : জ্যোতি

আল্লাহ কাউকে রোগ বালাই দিয়েন না : জ্যোতি, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : দেশের চিকিৎসাব্যবস্থা নিয়ে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সঠিক চিকিৎসার অভাবে অনেককেই প্রাণ হারাতে হয়। অনেকে তো হাসপাতালেই ভুগতে থাকেন দীর্ঘ সময় ধরে। 

বাংলাদেশের অধিনায়ক মনে করেন, এমন কষ্ট পাওয়ার চেয়ে ভালো সরাসরি মৃত্যুবরণ করা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে দেশের চিকিৎসাব্যবস্থা নিয়ে হতাশা প্রকাশ করেন জ্যোতি। ফেসবুকে তিনি লেখেন, ‘সরকারি হাসপাতালে জরুরি বিভাগে ডাক্তার নেই। প্রাইভেট সেন্টারে সিজার করবেন এমন রোগী বেশি প্রাধান্য পেয়ে থাকেন। টেস্ট করাতে গেলে আরও খুশি। চিকিৎসা ব্যবস্থা নিয়ে কিছু বলার নেই। আজ নিজের চোখে যা দেখলাম, বুঝলাম মনে হলো আল্লাহ কাউকে রোগ বালাই দিয়েন না। একদম সরাসরি মৃত্যু দিও।’

আরও পড়ুন

উন্নত চিকিৎসাব্যবস্থার অভাবে বাংলাদেশ ছেড়ে সিঙ্গাপুর, থাইল্যান্ডে গিয়ে চিকিৎসা করানোর ঘটনাও অহরহ দেখা যায়। কিন্তু বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের ক’জন মানুষের বিদেশে গিয়ে সঠিক চিকিৎসার সুযোগ মেলে? তাদের কাছে দেশের চিকিৎসাব্যবস্থাই একমাত্র ভরসা। বাংলাদেশের অধিনায়ক কোনো এক হাসপাতালের চিকিৎসাব্যবস্থা দেখেই এমন পোস্ট দিয়েছেন। যদিও জানা যায়নি তিনি কোন হাসপাতালে ছিলেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনালি আঁশের পুনর্জাগরণে পাটশিল্পের নতুন সম্ভাবনা

লেবাননে শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত অন্তত ১৩ ফিলিস্তিনি

বিজয় দিবসে এবারও প্যারেড হচ্ছে না, অস্থিরতার আশঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

অক্টোবরে ৪৮৬টি সড়ক দুর্ঘটনায় নিহত ৪৪১ জন

গণতন্ত্রের প্রত্যাবর্তনে তারেক রহমান

মিস ইউনিভার্সের মঞ্চে জামদানিতে মিথিলা