রাজশাহীতে পিস্তল উদ্ধার
রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার অলোকার মোড় এলাকায় পুকুরের পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ম্যাগাজিনসহ পিস্তল উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার গোপাল পঁচা পুকুরের পাড় থেকে পিস্তলটি উদ্ধার করা হয় বলে আজ রোববার (২ নভেম্বর) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পুলিশ জানায়, পুলিশ খবর পায় যে অলোকার মোড় এলাকার গোপাল পঁচা পুকুরের পাড়ে একটি অস্ত্র পড়ে আছে। এমন খবর পেয়ে তাৎক্ষণিক থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিত্যক্ত অবস্থায় একটি ম্যাগাজিনসহ পিস্তল উদ্ধার করে। পিস্তলটি আমেরিকায় তৈরি তা গায়ে খোদাই করে লেখা আছে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
আরও পড়ুনমন্তব্য করুন










