ভিডিও শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

রংপুরে ক্লিনিকের অপারেশন থিয়েটার ও ডায়াগনোস্টিক সেন্টার সিলগালা

রংপুরে ক্লিনিকের অপারেশন থিয়েটার ও ডায়াগনোস্টিক সেন্টার সিলগালা। ছবি : দৈনিক করতোয়া

রংপুর জেলা প্রতিনিধি : নানা অব্যবস্থাপনার অভিযোগে রংপুর নগরীর ধাপ এলাকার দুটি ক্লিনিকের অপারেশন থিয়েটার ও একটি ডায়াগনোস্টিক সেন্টারকে সিলগালা করেছে স্বাস্থ্য বিভাগ। প্রতিষ্ঠানগুলো হলো, নগরীর ধাপ এলাকার এলিট হাসপাতাল, জয়তুন ক্লিনিক ও রহমানীয়া ডিজিটাল ডায়াগনোস্টিক সেন্টার। গতকাল বৃহস্পতিবার বিকেলে রংপুর সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা ও বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের সহকারী পরিচালক ডা. মেশকাতুল আবেদের নেতৃত্বে এসব প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে দায়িত্বরত চিকিৎসক না থাকা, অনুমোদনের তুলনায় অতিরিক্ত শয্যা রাখা, অপারেশন থিয়েটারে মানসম্মত পরিবেশের অভাবসহ নানা অনিয়ম ও অসঙ্গতি ধরা পড়ে। এ কারণে এলিট হাসপাতাল ও জয়তুন ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করা হয়। একই সাথে বিভিন্ন অনিয়মের কারণে রহমানীয়া ডিজিটাল ডায়াগনোস্টিক সেন্টারও সিলগালা করে স্বাস্থ্য বিভাগ।

রংপুর সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা বলেন, আমরা ক্লিনিক দুটি পরিদর্শন করে নানা অনিয়ম পেয়েছি। এলিট হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগও ছিল। আমরা ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার মালিক সমিতির সাথে বৈঠক করব। তারা যেন সরকারি নীতিমালা মেনে নিয়ম-শৃঙ্খলার মধ্যে থেকে রোগীদের সেবা দেয়।

আরও পড়ুন

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের সহকারী পরিচালক ডা. মেশকাতুল আবেদ বলেন, রোগীদের যে সেবা পাওয়ার কথা ছিল, তা তারা পায়নি। বিশেষ করে ক্লিনিকগুলোতে ডিউটি ডাক্তার নেই। আমরা তাদের গাফিলতির বিষয়টি বিএমডিসিকে লিখিতভাবে জানাবো এবং স্বাস্থ্য প্রশাসন থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে প্রতিদ্বন্দ্বী দুই ভাইকে ব্যক্তিগত সভা-সমাবেশ না করতে সতর্ক চিঠি

দিনাজপুরে পরিত্যক্ত রেলসেতুর লোহা খুলে বিক্রি করছে মাদকাসক্তরা

রংপুরে দুই শিশু হত্যা ঘটনার প্রধান আসামি গ্রেফতার

ঢাকাস্থ বৃহত্তর বগুড়া সমিতির সাধারণ সভা ও অভিষেক অনুষ্ঠিত

সিরাজগঞ্জের সলঙ্গায় অজ্ঞাত গাড়িচাপায় ভ্যানচালক নিহত

ঢাবি জাতীয় ছাত্রশক্তির কমিটি ঘোষণা, বাদ বাগছাস নেতা কাদের