কুড়িগ্রামের নাগেশ্বরীতে অগ্নিকান্ডে ৮টি দোকান মালামালসহ ভস্মীভূত
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: নাগেশ্বরীতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ৮ ব্যবসা প্রতিষ্ঠানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আজ শুক্রবার (৩১ অক্টোবর) ভোরে উপজেলার কচাকাটা বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় আশিকুর রহমান জানান, আজ শুক্রবার (৩১ অক্টোবর) ভোর পোনে ৫টায় হঠাৎই ঘুম ভেঙে দেখেন বাজারের উত্তর পাশে দাউ দাউ করে আগুন জ্বলছে একটি দোকানে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানে। চিৎকার-চেচামেচি করে লোকজন ডেকে সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন তারা। খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ততক্ষণে আগুনে পুড়ে ছাই হয়ে যায় সার, তেল, বীজসহ কীট নাশক ব্যাবসায়ী অধির সাহার ১৭ লাখ, আমিনুল ইসলামের ১০ লাখ, কাকলী ট্রেডার্সের হাছেন আলীর ১০ লাখ, মুদি দোকানী মমিনুল ইসলামের ১০ লাখ, সুপারী ব্যবসায়ী আতাউর ও ইব্রাহিমের ৩ লাখ, ফনিন্দ্র শীলের দেড় লাখ এবং মসলা ব্যবসায়ী মোজাফ্ফর আলীর ৫০ হাজার টাকার মালমাল।
আরও পড়ুনকেদার ইউপি চেয়াম্যান আ.খ.ম ওয়াজিদুল কবীর রাশেদ জানান, আগুন লাগার খবর শুনে তিনি নাগেশ্বরী ফায়ার সার্ভিসকে খবর দেন। তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে স্থানীয়রাও যথাসাধ্য সহযোগিতা করেছেন। নাগেশ্বরী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার সাইফুল ইসলাম জানান, বৈদ্যুতিক সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা হচ্ছে।
মন্তব্য করুন










