গাইবান্ধার সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
 
			
				
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় রবিউল ওরফে রুবেল মিয়া (২৪) নামে একজন যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলা হেড কোয়াটার--মওলানা ভাসানী সেতু সংযোগ সড়কের উত্তর ধুমাইটারী গ্রামের তমিজের মোড় নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক আহত হন।
স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মওলানা ভাসানী সেতু দেখে বাড়ি ফেরার পথে তিনি এই দুর্ঘটনার শিকার হন। নিহত রবিউল ওরফে রুবেল মিয়া রংপুে কাউনিয়া উপজেলার হারাগাছ, বকুলতা, মীরবাগ এলাকার মোঃ নুরুজ্জামান মিয়ার ছেলে বলে জানা গেছে।
আরও পড়ুনমন্তব্য করুন










 
    