দিনাজপুরের নবাবগঞ্জে আলু বপন শুরু
 
			
				
নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: শস্য ভান্ডার হিসাবে পরিচিত দিনাজপুরের নবাবগঞ্জে চলতি রবি মৌসুমে আলু বপনের কাজ শুরু করেছে চাষিরা। ইতিমধ্যে উঁচু শ্রেণির জমির ওপর লাগানো আগাম জাতের আমন ধান কেটে সেই জমিতে আবার আলু বীজ বপন করছে তারা।
আগাম বপন করা আলু তুলে বিক্রি করে ভালো দামের আশায় তারা তা বপনের কাজ শুরু করেছে। এমনটি জানালেন উপজেলার বিনোদনগর ইউনিয়নের কুমারপাড়া গ্রামের চাষি শ্রী দিজো মন্ডল। উপজেলার বুজরুক হরিনা গ্রামের তোফাজ্জল হোসেন জানান, তিনিও আলু বপনের প্রস্তুতি নিয়েছেন।
আরও পড়ুনউপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহিদুল ইসলাম ইলিয়াছ জানান, আলু একটি অর্থকরী ফসল যা অক্টোবরের শেষ দিক থেকে বপন করা হয়ে থাকে। গত মৌসুমে উপজেলায় ১৯৫০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছিল। গত মৌসুমের অর্জিত লক্ষ্যমাত্রাকে চলতি মৌসুমের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সেই হিসাবে চলতি মৌসুমে উপজেলায় ১৯৫০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
মন্তব্য করুন










 
    