আমরা শাসক হবো না, সেবক হবো : গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জনগণ যদি ভোটের মাধ্যমে দেশ পরিচালনার সুযোগ দেন তাহলে আমরা শাসক হবো না, সেবক হবো।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে ডিসিসি নর্থ সুপার মার্কেট পার্কিং জোনে জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগ আয়োজিত দুইন দিনব্যাপী ‘ব্রেস্ট ক্যানসার’ সচেতনতামূলক ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গোলাম পরওয়ার বলেন, জামায়াত আমির দেশবাসীকে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন, জনগণ যদি ভোটের মাধ্যমে দেশ পরিচালনার সুযোগ দেন তাহলে আমরা শাসক হবো না, সেবক হবো। আমরা একটি সমৃদ্ধ দেশ গড়ে তুলবো। গোলাম পরওয়ার বলেন, গত ফ্যাসিবাদী হাসিনার সময়ে মনুষ্যত্ব ধ্বংস হয়ে গেছে। সেটাকে বিদায় দিয়ে ছাত্র-জনতার এক সাগর রক্ত, হাজারো মানুষের পঙ্গুত্বের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের অভিযাত্রা শুরু করেছি। একটি মানবিক দেশ গড়ে তুলবো।
তিনি বলেন, বাংলাদেশে নৈতিকতা সমৃদ্ধ উৎপাদনমুখী আধুনিক শিক্ষায় মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলা হবে। আমরা দুর্নীতিমুক্ত সমাজ ও অর্থনীতি প্রতিষ্ঠা করবো। স্বাস্থ্যসেবা, রোগগ্রস্ত, দুস্থ, আর্ত-মানবতার পাশে দাঁড়াবে রাষ্ট্র। জামায়াতে ইসলামী যেহেতু কল্যাণ রাষ্ট্র গড়তে চায়, তারই একটি উদাহরণ হিসেবে ঢাকা ও দেশবাসীর কাছে উৎসাহিত ও অনুপ্রাণিত করতে ‘ব্রেস্ট ক্যানসার’ সচেতনতামূলক এ ধরনের আয়োজন করা হয়েছে। এটা ব্যতিক্রমধর্মী আয়োজন। এজন্য আয়োজকদের জন্য কৃতজ্ঞতা। মানব সেবার মহান আদর্শে সবাইকে নিবেদিত হওয়ার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন
মন্তব্য করুন










