ভিডিও সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

বগুড়ার আদমদীঘিতে মাঠে মাঠে সোনালী রঙ ধরেছে আগাম জাতের ধানে

বগুড়ার আদমদীঘিতে মাঠে মাঠে সোনালী রঙ ধরেছে আগাম জাতের ধানে। ছবি : দৈনিক করতোয়া

সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : এবার রোপা আমন মৌসুমে আদমদীঘি উপজেলায় আগাম জাতের ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা যাচ্ছে। ইতিমধ্যে সবুজ থেকে সোনালী হয়ে উঠছে ধানের মাঠ। আবহাওয়া অনুকূলে থাকলে আর কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা না দিলে অল্প কিছু দিনের মধ্যে কৃষকের ঘরে আসবে নতুন ধান। এখন পর্যন্ত আমন ক্ষেতে তেমন কোনো রোগবালাই ও পোকা মাকড়ের আক্রমণ নেই বললেই চলে। ফলে কৃষকরা আগাম জাতের ধানে কাঙ্খিত ফসলের চেয়ে অধিক ফসল ঘরে তুলতে পারবেন বলে আশা করছেন।

আদমদীঘি কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলা ও একটি পৌরসভায় ১২ হাজার ৫০ হেক্টর জমিতে আমান ধানের লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে। এবারে কৃষকরা ব্রি ধান-৪৯, ব্রি ধান-৭৫, ব্রি ধান-৯০, ব্রি ধান-৯৩, ব্রি ধান-১০৩, স্বর্ণা-৫, পারিজা, হাইব্রিড-৫, বিনা-১৭, বিনা ধান ২৬ ও সুগন্ধাসহ নানা জাতের ধান চাষ করেছেন। আবহাওয়া অনুকুলে থাকায় বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। রোববার সকালে সরেজমিনে উপজেলার কয়েকটি মাঠ ঘুরে দেখা গেছে, প্রতিটি ফসলের মাঠ এখন সবুজ থেকে সোনালী হয়ে উঠছে। অধিকাংশ ফসলি মাঠে বাতাসে দোল খাচ্ছে ধানের শীষ।

সব মিলিয়ে কৃষকের মনে দোলা দিচ্ছে অন্যরকম এক আনন্দ। উপজেলার আদমদীঘি সদর ইউনিয়নের ছোট জিনোইর গ্রামের সোহাগ হোসেন জানান, এ বছর আমন ক্ষেত এখন পর্যন্ত ভালোই রয়েছে। কোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার আমনের আগাম জাতের ধানের বাম্পার ফলন হবে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রবিউল ইসলাম বলেন, এখন পর্যন্ত ফসলের মাঠ ভালো রয়েছে।

আরও পড়ুন

আমার বিশ্বাস আবহাওয়া অনুকূলে থাকায় গতবারের তুলনায় এবার আগাম জাতের ধানের বাম্পার ফলন হবে। সেই সাথে এবারের আগাম ধান কাটার পর সেসব জমিতে সরিষা চাষ করতে কৃষকদের উৎসাহ দেওয়া হচ্ছে। এজন্য আমরা প্রতিটি ব্লকে কৃষকদের এই পরামর্শ দিয়ে যাচ্ছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় ফের র‍্যাবের হাতে ধরা কথিত জ্বীনের বাদশা

উত্তরা ইপিজেডে চারটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

বগুড়ার সারিয়াকান্দির উচ্চ ফলনশীল কাঁচা মরিচ বাজারে: কমছে দাম

গাইবান্ধার সাঘাটায় বালু বোঝাই ট্রাক্টরে নষ্ট হচ্ছে গ্রামীণ রাস্তা ও পরিবেশ

রংপুরের মিঠাপুকুরে একটি শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা

বগুড়ার আদমদীঘিতে মাঠে মাঠে সোনালী রঙ ধরেছে আগাম জাতের ধানে