সলঙ্গায় নাতির হাতে দাদী খুন

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গায় সন্দেশ বেওয়া (৯০) নামের এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে নাতি। ঘটনাটি ঘটেছে গত বুধবার দিবাগত গভীর রাতে থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের চকবুরু গ্রামে।
সন্দেশ বেওয়া ওই গ্রামের মৃত নওশর আলীর স্ত্রী। এ ঘটনায় সজিব ২২) নামের এক যুবককে রাতেই গ্রেফতার করেছে সলঙ্গা থানা পুলিশ। সজিব চকবরু গ্রামের আহমদ আলীর ছেলে। পরিবারের দাবি সজিব মাদকাসক্ত ও মানসিক প্রতিবন্ধী।
জানা যায়, গভীর রাতে বৃদ্ধার ঘর থেকে চিৎকারের শব্দ শুনে প্রতিবেশী ও পরিবারের লোকজন বৃদ্ধার ঘরে ঢুকে গলা কাটা মরদেহ দেখতে পান। রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে হত্যাকারী সজিবকে আটক করে। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ রাতেই উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
আরও পড়ুন
মন্তব্য করুন