ভিডিও মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৩ অক্টোবর, ২০২৫, ১১:১৫ রাত

ক্ষতি পুষিয়ে উঠতে আগাম আলু চাষে স্বপ্ন দেখছেন বগুড়ার কৃষক

ক্ষতি পুষিয়ে উঠতে আগাম আলু চাষে স্বপ্ন দেখছেন বগুড়ার কৃষক। ছবি : দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার : আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন বগুড়ার কৃষকরা। সাধারণত মৌসুমের শুরুতেই নতুন আলুর দাম চড়া থাকে। তাই গত কয়েক দিনের ভারি বৃষ্টিপাত শেষে ভালো দাম পাওয়ার আশায় আগাম আলু বপণ করছেন তারা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বছর বগুড়ায় ২ হাজার ২৫০ হেক্টর জমিতে আগাম আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি হেক্টরে ১৮ মেট্রিকটন উৎপাদন ধরে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সাড়ে ৪০ হাজার ৫শ’ মেট্রিকটন।

বৃষ্টিতে চাষের জমি প্রস্তুতিতে দেরি হওয়ায় এখন পর্যন্ত খুব অল্প পরিমাণ জমিতে বীজআলু বপণ করেছেন কৃষরা। মৌসুমের শুরুতেই নতুন আলুর দাম সাধারণত প্রতিকেজি ১০০ টাকার বেশি থাকে। তাই বেশি লাভের আশায় ঝুঁকি নিয়ে কৃষকরা আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন।

স্বল্পমেয়াদি ৫৫ থেকে ৬০ দিনে উত্তোলনযোগ্য বিভিন্ন জাতের আগাম আলুর বীজ রোপণ করছেন কৃষকরা। কৃষকরা মাঠজুড়ে কাজ করছেন। আগাম আমন ধান ঘরে তুলে একই জমিতে আগাম আলুর বীজ বপণের জন্য হালচাষ, সার প্রয়োগ, হিমাগার থেকে নিজের সংরক্ষিত বীজআলু সংগ্রহ, জমি প্রস্তুত ও রোপণের আমেজ দেখা যায় জেলার মাঠজুড়ে।

আরও পড়ুন

কৃষকরা জানান, সাধারণত আগাম আলুর দাম ভালো হওয়ায় বৃষ্টি শেষে তড়িঘড়ি করে আগাম জাতের আমন ধান কেটে বীজআলু বপণ করছেন তারা। আগাম নতুন আলু প্রায় ১০০-১৫০ টাকা কেজি দরে বিক্রি হয়। দাম বেশি হওয়ায় এই আলু তুলতে পারলে অনেক লাভ হয়। এই এলাকার চাষিরা প্রতিবছর আগাম আলু চাষ করে গত বছরের ক্ষতি পুষিয়ে ওঠার স্বপ্ন দেখছেন।

তারা আরও জানান, এবার তুলনামূলক বীজআলুর দাম কম। ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে পাকড়ি, ডায়মন্ড ও কার্ডিনাল জাতের বীজআলু বপণ করছেন তারা। মাসজুড়েই চলবে এই চাষাবাদ। কৃষকরা বলছেন, গত বছর বগুড়াসহ দেশজুড়ে ব্যাপক উৎপাদন হওয়ায় এখন পর্যন্ত বাজারে আলুর দাম সব সবজির তুলনায় কম। প্রান্তিক বেশিরভাগ কৃষকই এবার আলু চাষ করে ক্ষতিগ্রস্ত হয়েছেন, দাবি তাদের। তাই ক্ষতি পুষিয়ে উঠতে আগাম আলু চাষ করে বেশি লাভের স্বপ্ন দেখছেন তারা।

বগুড়ার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফরিদুর রহমান বলেন, প্রতিবছর এ জেলায় ব্যাপক পরিমাণ আগাম আলু চাষ হয়। আগাম জাতের আলু চাষে বেশ লাভবান হন চাষিরা। এবার শরতের বৃষ্টির কারণে বীজআলু বপণে কিছুটা বিলম্ব হয়, তবে বর্তমানে অনুকূল আবহাওয়া কৃষকরা সময় নষ্ট না করে জমিতেই ব্যস্ত সময় পার করছেন। তিনি আরও বলেন, আলুর রোগবালাই দমনসহ বিভিন্ন পরামর্শ দেওয়ার জন্য কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন কৃষি কর্মকর্তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া ডিসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তৌফিকুর রহমান

বগুড়ার ধুনটে জি এম সিরাজের গাড়ি ভাংচুর মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

সতীর্থ ও কোচদের প্রশংসায় ভাসছেন বগুড়ার ছোল মুশফিক

বগুড়ায় দাঁড়িপাল্লায় ভোট চাইলেন জামায়াত প্রার্থী

প্রথম বাংলাদেশি হিসেবে মুশফিকের ১০০ টেস্ট

তারেক রহমান যেন মানবতার হাইকমিশনার : বগুড়ায় রুহুল কবির রিজভী | Tarique Rahman