ভিডিও বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১২ অক্টোবর, ২০২৫, ১১:৪৫ রাত

বগুড়ার সোনাতলায় বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পের ৮৪টি সাব-মারসিবল পাম্প স্থাপন করা হয়নি

বগুড়ার সোনাতলায় বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পের ৮৪টি সাব-মারসিবল পাম্প স্থাপন করা হয়নি

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : চলতি বছরের ৩০ জুন বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পের কাজ শেষ করার কথা থাকলেও বগুড়ার সোনাতলায় আজও ৭টি ইউনিয়নে ৮৪টি সাব-মারসিবল পাম্প স্থাপন করা হয়নি। ফলে ওই প্রকল্পের ভবিষ্যৎ শঙ্কা দেখা দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বগুড়ার সোনাতলায় প্রত্যেক ইউনিয়নে ১২টি করে ৭ ইউনিয়নে মোট ৮৪টি সাব-মারসিবল পাম্প স্থাপন প্রকল্পের কাজ চলতি বছরের ৩০ জুনের মধ্যে শেষ করার কথা থাকলেও আজ অবধি সংশ্লিষ্ট উপজেলায় কাজ শুরুই করতে পারেনি সোনাতলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের কার্যালয়। ওই প্রকল্পটি বন্ধ হয়ে গেলে বগুড়ার সোনাতলার ৮৪টি পরিবার বঞ্চিত হবে সাব-মারসিবল পাম্প প্রাপ্তি থেকে।

একটি সূত্রে জানা গেছে, গত বছরের অক্টোবর মাসে এই প্রকল্পের আওতায় সোনাতলায় ৮৪টি সাব-মারসিবল পাম্প স্থাপনের টেন্ডার আহ্বান করা হয়। এরপর ঠিকাদার নিযুক্ত হয় এবং সংশ্লিষ্ট ঠিকাদারদের কার্যাদেশ দেওয়া হলেও অজ্ঞাত কারণে তারা সাব-মারসিবল পাম্প স্থাপন কাজ শুরু কিংবা শেষ করতে পারেনি। এদিকে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় সময় বৃদ্ধি করতে না পারায় কাজও শুরু করতে পারছেন না সংশ্লিষ্ট অধিদপ্তর।

আরও পড়ুন

এ বিষয়ে সোনাতলা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জাহানারা খাতুনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অল্প সময়ের মধ্যে পাম্প স্থাপন কাজ শুরু হবে। বগুড়ার সোনাতলার প্রত্যেক ইউনিয়নে ১২টি করে মোট ৮৪টি সাব-মারসিবল স্থাপন হবে।

উল্লেখ্য, দীর্ঘদিন যাবত বগুড়া জেলার ১২টি উপজেলার স্বল্প আয়ের মানুষ আর্সেনিক ও আয়রনযুক্ত পানি ব্যবহার করে অসুস্থ হয়ে পড়ছে। ফলে সরকার জেলার ১২ উপজেলায় ১১ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্প হাতে নেয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে গাড়িদহ ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বগুড়া-৩ দুপচাঁচিয়া-আদমদীঘি আসনে কে হচ্ছেন জাতীয় সংসদের প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণে আহত ১

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে চাপা ক্ষোভ

সস্তা প্লাস্টিকের খেলনা কিনে অভিভাবকরা শিশুদের হাতে তুলে দিচ্ছে বিষ

বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষক আব্দুর রউফের মৃত্যু