ভিডিও শনিবার, ১১ অক্টোবর ২০২৫

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রাক্টর দিয়ে নষ্ট করা হলো ৮ বিঘা জমির ধান

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রাক্টর দিয়ে নষ্ট করা হলো ৮ বিঘা জমির ধান। ছবি : দৈনিক করতোয়া

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রকাশ্য দিবালোকে চাষ করে প্রায় ৮ বিঘা রোপা ধান ট্রাক্টর দিয়ে নষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। উপজেলার শিলখুড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গা গ্রামে ঘটনাটি ঘটে। এব্যাপারে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে আব্দুল মান্নান বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

জানা যায়, গ্রামের আব্দুল মান্নান ও মুক্তিযোদ্ধা আবু ইব্রাহীম মাস্টারের মধ্যে দীর্ঘদিন থেকে জমাজমি নিয়ে মামলা চলে আসছে। গত মঙ্গলবার বিবাদীয় জমির একটি মাসকলাই ক্ষেত গরু দিয়ে নষ্ট করলে আব্দুল মান্নান থানায় মামলা করতে আসেন। তবে থানার এসআই এনামুল হক আগামী ১৫ অক্টোবর বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করে দেওয়ার কথা জানান।

পরে গত বুধবার সকাল ৮টায় প্রতিপক্ষরা ট্রাক্টর চালিয়ে প্রায় ৮ বিঘা রোপা ধান নষ্ট করে ফেলে। এ ব্যাপারে মান্নান ওইদিনই অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরেরদিন রাতে মামলা দায়ের করেন।

আরও পড়ুন

এব্যাপারে ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ জানান, শালিসের ব্যাপারে তিনি অবগত ছিলেন না। ঘটনাটি নিয়ে মামলা হয়েছে। আইনগত প্রক্রিয়ায় ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ভিডিও বানানোর নামে হাত ধরছে, এটা কি ব্যবসা?’ | Agargaon Cake | Daily Karatoa

কিছু উপদেষ্টার থেকে প্রধান উপদেষ্টাকে সতর্ক থাকতে বললেন মিয়া গোলাম পরওয়ার | PR | Daily Karatoa

বাংলাদেশিদের সমাবেশে নিউ ইয়র্ক সিটি মেয়র প্রার্থী মামদানি

বাংলাদেশ-বাহরাইন বৈঠক: শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

লিসবনে প্রবাসীদের উৎসব, দূর দেশে আপনজন

কেক পট্টিখ্যাত আগারগাঁওয়ে চলছে পুলিশের অভিযান । cake | Daily Karatoa