ভিডিও শনিবার, ১১ অক্টোবর ২০২৫

নওগাঁর পোরশায় অভিনব কৌশলে বসতবাড়িতে চুরির সময় নারীসহ আটক ৩

নওগাঁর পোরশায় অভিনব কৌশলে বসতবাড়িতে চুরির সময় নারীসহ আটক ৩

পোরশা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পোরশায় বসতবাড়িতে অভিনব কৌশলে চুরির সময় নারীসহ ৩ চোরকে আটক করেছে এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ছাওড়া ইউনিয়নের বলদাহার গ্রামে আব্দুলের বাড়িতে চুরির সময় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া কালুপুর গ্রামের মৃত মহিরুদ্দিনের মেয়ে রোকসানা (৪০), একই গ্রামের মৃত নহিমুদ্দিনের মেয়ে জোসনা (৫০) ও উপজেলার ভোগলা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে নাসিম (৪৫)।

জানা যায়, দীর্ঘদিন ধরে তারা সিএনজি নিয়ে পোরশা, সাপাহার, নিয়ামতপুর ও গোমস্তাপুর এলাকার বিভিন্ন গ্রামের বসতবাড়িতে প্রবেশ করে অভিনব কৌশলে বাড়ির লোকজনকে চেতনানাশক স্প্রে দিয়ে অচেতন করে ফেলে। পরে বাড়িতে থাকা সোনা, টাকা ও মূল্যবান জিনিসপত্র চুরি করে। একইভাবে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আব্দুলের বাড়িতে প্রবেশ করে চুরির চেষ্টা করে তারা।

আরও পড়ুন

এসময় প্রতিবেশীরা টের পেয়ে তাদের আটক করে ও পরে থানা পুলিশের হাতে তাদের সোপর্দ করে। এলাকাবাসীর জানায়, এর আগেও উপজেলার বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় একই কৌশলে চুরির ঘটনা ঘটেছে। পোরশা থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে এবং তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ভিডিও বানানোর নামে হাত ধরছে, এটা কি ব্যবসা?’ | Agargaon Cake | Daily Karatoa

কিছু উপদেষ্টার থেকে প্রধান উপদেষ্টাকে সতর্ক থাকতে বললেন মিয়া গোলাম পরওয়ার | PR | Daily Karatoa

বাংলাদেশিদের সমাবেশে নিউ ইয়র্ক সিটি মেয়র প্রার্থী মামদানি

বাংলাদেশ-বাহরাইন বৈঠক: শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

লিসবনে প্রবাসীদের উৎসব, দূর দেশে আপনজন

কেক পট্টিখ্যাত আগারগাঁওয়ে চলছে পুলিশের অভিযান । cake | Daily Karatoa