ভিডিও বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৫ অক্টোবর, ২০২৫, ০১:৫৮ দুপুর

ঘরের মাঠে ম্যাচে জিতে চাকরি বাঁচালেন আমোরিম

ঘরের মাঠে ম্যাচে জিতে চাকরি বাঁচালেন আমোরিম, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : নতুন মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের ফর্মটা ভালো যাচ্ছে না। একেরপর এক হার আর ড্রয়ে চাকরি হারানোর শঙ্কায় ছিলেন দলটির কোচ রুবেন আমোরিম। যদিও অবস্থা এখনও খুব একটা সুবিধার না। তবে আপাতত পর্তুগিজ কোচের চাকরিটা বেঁচে গেছে। সান্ডারল্যান্ডকে হারিয়ে এক ম্যাচ পর আবার জয়ে ফিরেছে রেড ডেভিলসরা।

শনিবার (৪ অক্টোবর) ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে প্রিমিয়ার লিগের ম্যাচে সান্ডারল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দলের হয়ে গোল করেছেন ম্যাসন মাউন্ট ও বেনিয়ামিন সেসকো। এ নিয়ে লিগে ঘরের মাঠে টানা তিন ম্যাচ জিতল ইউনাইটেড। এর আগে ২০২৩ সালের আগস্টে শেষবার এমন ফলাফল পেয়েছিল দলটি। পুরো ম্যাচে বল দখলের লড়াইয়ে দুই দলই ছিল প্রায় সমানে-সমান। গোলের জন্য ১৫ শট নিয়েছিলো ইউনাইটেড। এর মধ্যে লক্ষ্যে রাখতে পেরেছে মাত্র ৬টি। বিপরীতে সান্ডারল্যান্ড ৮টি শট নিয়ে মাত্র ৩টি লক্ষ্যে রাখতে পারে। এই ম্যাচটি ছিল ইউনাইটেডের ডাগআউটে আমোরিমের ৫০তম। মাইলফলকের ম্যাচে শুরুতেই গোল হজম করতে পারত তার দল। 

চতুর্থ মিনিটে সান্ডারল্যান্ডের বার্টান্ড ত্রাওর বক্সের সামনে ফাঁকায় বল পেয়েও পা ছোঁয়াতে পারেননি। সূবর্ণ সুযোগ নষ্টের কয়েক মিনিট পরই খেসারত দিতে হয় সফরকারীদের। ৮ মিনিটের সময় ব্রায়ান এমবেউমোর কাছ থেকে পাওয়া বল জালে জড়িয়ে ইউনাইটেডকে এগিয়ে দেন মাউন্ট। প্রিমিয়ার লিগে ইউনাইটেডের জার্সিতে ওল্ড ট্রাফোর্ডে এটি তার প্রথম গোল, সব মিলিয়ে তৃতীয়। ইউনাইটেড দ্বিতীয় গোল পায় ম্যাচের ৩১তম মিনিটে। যেখানে সাফল্যের দেখা পান সেসকো। স্বাগতিকদের ফ্রি-কিক সফরকারীরা ক্লিয়ার করতে ব্যর্থ হওয়ার পর আচমকা বল পেয়ে গোল করেন লাইপজিগ থেকে আসা এই স্লোভেনিয়ান। এতে রেড ডেভিলদের হয়ে টানা দুই ম্যাচে জালের দেখা পেলেন ২২ বছর বয়সী এই ফরোয়ার্ড। 

আরও পড়ুন

ঘরের মাঠে জিতে আপাতত অষ্টম স্থানে উঠে এসেছে ইউনাইটেড। ৭ ম্যাচে ৩ জয় ও ১ ড্রয়ে তাদের পয়েন্ট ১০। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে ৭ নম্বরে তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি। ৭ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে সান্ডারল্যান্ড। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর পত্নীতলায় র‌্যাবের অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১

হবিগঞ্জে মেলায় পটকা ফোটানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজধানীতে দোয়া মাহফিল

বগুড়ার শেরপুরে জমজমাট শ্রমিকের হাট

নারায়ণগঞ্জে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ৮

পুরুষেরা অর্ধেক বয়সী নারীকে বিয়ে করলে বাহবা পায় : মালাইকা